টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল কর্মকর্তা নিয়োগ প্রত্যাহারের দাবি

Rate this post

টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল কর্মকর্তা নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নন-টেকনিক্যাল কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। ২০ আগস্ট ২০২০ খ্রি: এক বিবৃতিতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এই দাবি জানান।
বিবৃতিতে অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ আগস্ট ২০২০ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২০.৫৮২ নম্বর স্মারকের প্রজ্ঞাপনটি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর দৃষ্টিগোচর হয়েছে। প্রজ্ঞাপনে দেখা যায়, নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ডাটাবেজ এডমিনিস্ট্রেটর এর মত কোর টেকনিক্যাল পদে সাধারন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। কিন্তু নির্বাহী প্রকৌশলীর মত উচ্চতর প্রকৌশলী পদে দায়িত্ব পালনের পৃর্বে এন্ট্রি পদে সহকারী প্রকৌশলী এবং পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে মোট সর্বনিম্ম দশ বছরের প্রকৌশলী পদের অভিজ্ঞতার প্রয়োজন হয়।

বিবৃতিতে তিনি আরো বলেন, ১৮ আগস্টে পদায়নকৃত পদসমূহ পুরোপুরি কোর টেকনিক্যাল পদ ও এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তারা পদায়িত হলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাঁধাগ্রস্থ হতে পারে বলে বিসিএস মনে করছে যা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধকতা তৈরী করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিঘ্ন ঘটবে।

বিবৃতিতে বিসিএস সভাপতি বলেন, কাঙ্খিত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কম্পিউটার প্রকৌশলীদের বঞ্চিত করে কোর টেকনিক্যাল পদসমূহে সাধারন ক্যাডারের অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের ফলে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বিসিএস এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই আদেশ রহিত করে কোর টেকনিক্যাল পদে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের পদায়নের জন্য বাংলাদেশ কম্পিউটার সোসাইটি জোর দাবি জানাচ্ছে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *