৪৮ তম বিসিএস সার্কুলার ২০২৫ | ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার

৪৮ তম বিসিএস সার্কুলার ২০২৫ | ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
৪৮ তম বিসিএস সার্কুলার ২০২৫ | ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
5/5 - (1 vote)

দেশে চলমান চিকিৎসক সংকট নিরসনে সরকার বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) বৃহস্পতিবার ৪৮তম বিশেষ বিসিএস ২০২৫ ( 48th BCS circular )-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিসিএস শুধুমাত্র চিকিৎসকদের জন্য নির্ধারিত এবং এর আওতায় মোট ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।


📋 পদসমূহ ও নিয়োগ সংখ্যা

  • 👨‍⚕️ সহকারী সার্জন – ২,৭০০ জন

  • 👩‍⚕️ সহকারী ডেন্টাল সার্জন – ৩০০ জন


📅 আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • আবেদন শুরু: ১ জুন ২০২৫, সকাল ১০টা

  • আবেদন শেষ: ২৫ জুন ২০২৫, সন্ধ্যা ৬টা

  • ফি জমার শেষ তারিখ: ২৮ জুন ২০২৫, সন্ধ্যা ৬টা

  • আবেদন পদ্ধতি: অনলাইন, বিস্তারিত তথ্য www.bpsc.gov.bd


📝 পরীক্ষার কাঠামো: লিখিত পরীক্ষা বাদ, সরাসরি MCQ ও মৌখিক

এই বিশেষ বিসিএসে কোনো লিখিত পরীক্ষা থাকবে না। পরীক্ষার প্রক্রিয়া হবে দ্রুত ও সহজতর:

  1. MCQ পরীক্ষা – ২০০ নম্বর, ২ ঘণ্টা

  2. মৌখিক পরীক্ষা – ১০০ নম্বর (MCQ উত্তীর্ণ প্রার্থীদের জন্য)

MCQ বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

  • বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি – ১০০ নম্বর

  • মেডিকেল সায়েন্স (প্রাসঙ্গিক বিষয়) – ১০০ নম্বর

প্রতি সঠিক উত্তরে ১ নম্বর এবং প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে।


ডিসেম্বরের মধ্যেই ফলাফল ও নিয়োগের সুপারিশ

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষা বাদ থাকায় এবং মৌখিক পরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে ডিসেম্বর ২০২৫ এর মধ্যেই বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং নিয়োগের সুপারিশ পাঠানো সম্ভব হবে। এতে করে চলতি বছরের মধ্যেই নতুন চিকিৎসকদের মাঠ পর্যায়ে কাজ শুরু করানোর লক্ষ্য রয়েছে।


🎓 যোগ্যতা ও আবেদনকারীর প্রোফাইল

এ বিসিএসে সরকারি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS বা BDS ডিগ্রিধারী, যাদের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও কাগজপত্র সম্পন্ন, তারাই আবেদন করতে পারবেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.