Edu Daily 24
খবর

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ । নতুন সময়সূচি ঘোষণা

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ । নতুন সময়সূচি ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এ তথ্য জানিয়েছে।

📅 আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা সময়সূচি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবশ্যিক বিষয়ের বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

🏛 পরীক্ষার কেন্দ্রসমূহ:

  • ঢাকা

  • চট্টগ্রাম

  • রাজশাহী

  • খুলনা

  • বরিশাল

  • সিলেট

  • রংপুর

  • ময়মনসিংহ


📅 পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি

পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

👉 পরীক্ষার হলভিত্তিক আসনবিন্যাস ও নির্দেশনা যথাসময়ে BPSC-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে: www.bpsc.gov.bd


📊 পরীক্ষার সময়সূচি সংক্ষেপে

পরীক্ষা শুরুর তারিখ শেষ তারিখ কেন্দ্রসমূহ
আবশ্যিক বিষয় ২৪ জুলাই ২০২৫ ৩ আগস্ট ২০২৫ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ
পদ-সংশ্লিষ্ট বিষয় ১০ আগস্ট ২০২৫ ২১ আগস্ট ২০২৫ একই কেন্দ্রসমূহ

📢 ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ও প্রার্থীর সংখ্যা

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২৪ সালের ৯ মে। প্রথমে ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে সমতা রক্ষায় আরও ১০,৭৫৯ জন প্রার্থীকে সংযোজন করে মোট ২১,৩৯৭ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।


🧑‍⚕️ ৪৬তম বিসিএসে পদ সংখ্যা ও ক্যাডার বিবরণ

৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে:

✅ সবচেয়ে বেশি পদ:

ক্যাডার পদের সংখ্যা
স্বাস্থ্য ক্যাডার (সহকারী সার্জন) ১,৬৮২ জন
সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন
শিক্ষা ক্যাডার ৫২০ জন
 

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ (পূর্ণাঙ্গ সময়সূচি ২০২৫)

46th BCS written exam schedule 2025 PDF : https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/72d07927_bb8b_4cf6_8221_d9efc9b7791e/Scan_25052025_002.pdf