ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ (২য় শিফট) ভর্তি বিজ্ঞপ্তি
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ (২য় শিফট) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তি আবেদনের যোগ্যতা : ২০১২, ২০১৩, ২০১৪ সালের এস.এস.সি. সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি ৩.০০ সহ নূন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
অথবা,
এস.এস.সি. সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও (আবেদন ফর্ম জমা দেয়ার শেষ তারিখে বয়স অনুর্ধ ২২ বছর) আবেদন করতে পারবে।
১. ভর্তিচ্ছু প্রার্থীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- www.techedu.gov.bd এ লগ ইন করে অন-লাইনে প্রদত্ত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।
আবেদন ফরম পূরণের ধাপঃ
Home page হতে Online Admission (2nd Shift) button এ click করে application form খুলতে হবে। Screen এ প্রদর্শীত application form এর চাহিদা মোতাবেক তথ্যাদি লিপিবদ্ধ/নির্বাচন, entry/selection (প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে। Application form পূরণ শেষে Submit button এ ক্লিক করে ফিরতি ম্যাসেজ এর print out নিতে হবে। উক্ত print out এ প্রদত্ত Track number ভর্তি পরীক্ষার রোল নং হিসেবে বিবেচিত হবে। কোন কারনে Track number সহ ফিরতি ম্যাসেজ print out নিতে ব্যর্থ হলে পুনরায় একই ভাবে application form পুরণের চেষ্টা করতে হবে। ফিরতি ম্যাসেজ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। ভর্তির ফরম পূরণের বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইট হতে print out নেয়া যাবে।
২. ফি জমা দেয়ার পদ্ধতিঃ
টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখে, স্পেস দিয়ে এসএসসি’র রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস (SMS) করতে হবে।
উদাহরণঃ DTEXXXYYYYYYZZZZRRRRRR
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে।
SMS -প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS -এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ২০০/- (দুইশত) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। প্রার্থীকে তার নাম, পিতার নাম ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ DTE
PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের prepaid মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে একটি money receipt number সহ ফিরতি SMS দেয়া হবে। উল্লেখ্য যে money receipt number ও PIN Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
৩. একজন প্রার্থী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যে টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছুক তাহা প্রতিষ্ঠান–টেকনোলজি ভিত্তিক পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে হবে।
উদাহরণঃ ঢাকা-সিভিল, ঢাকা-ইলেকট্রিক্যাল, কুমিল্লা-সিভিল, এভাবে সর্বোচ্চ পনেরটি অপশন নির্বাচন করা যাবে।
৪. একজন প্রার্থী আবেদনপত্র পুরনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে কেবলমাত্র একবার সংশোধনের সুযোগ পাবে।
৫. মেধা, কোটা ও আবেদনপত্রে প্রদত্ত পছন্দের ক্রমানুসারে ইনষ্টিটিউট-টেকনোলজী ভিত্তিক ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
৬. প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতিতে) নেয়া হবে। লিখিত পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বন্টনঃ বাংলা-৭, ইংরেজী-৭, গণিত-১৫, বিজ্ঞান-১৫, সাধারন জ্ঞান-৬, মোট-৫০ নম্বর।
৭. লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সাথে এস এস সি/সমমানের পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন (ফটোকপি গ্রহণযোগ্য হবে না) কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। এস এস সির মূল রেজিষ্ট্রেশন কার্ড ছারা কোন প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।
৮. ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যাদি অধিদপ্তরের website এ পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানা যাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd)।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এ যেসকল বিষয় পড়ানো হয় :
Technologies of Diploma-in-Engineering: 1. Architecture, 2. Automobile, 3. Chemical, 4. Civil, 5. Civil (Wood), 6. Computer, 7. Electrical, 8. Electronics, 9. Food, 10. Power, 11. Mechanical, 12. Printing, 13. Graphic Design, 14. Glass, 15. Ceramic, 16. Aircraft Maintenance (Aerospace), 17. Marine, 18. Shipbuilding, 19. Surveying, 20. Mechatronics, 21. Construction, 22. Telecommunication, 23. Environmental, 24. Aircraft Maintenance (Avionics), 25. Refrigeration & Air-condition, 26. Computer Science & Technology, 27. Electro-Medical, 28. Architecture & Interior Design, 29. Mining & Mining Survey, 30. Data Telecommunication & Networking, 31. Instrumentation & Process Control, 32. Leather Technology
Technologies of Diploma-in-Textile Engineering: 1. Textile Technology, 2. Jute Technology, 3. Garments Design & Pattern Making
Technologies of Diploma-in-Medical Technology & Services: 1. Dental, 2. Pharma, 3. Physiotherapy, 4. Laboratory, 5. Radiology & Imaging, 6. Integrated Medicine, 7. Nursing