এসএম সবুজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ জুন (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রায় এক যুগ পরে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫% ধরে) ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।
📊 মোট পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণের হার:
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।
৫০-এর উপরে নম্বর পেয়েছেন: ৩৩.২৮%
৫০-এর নিচে নম্বর পেয়েছেন: ৬৬.৭২%
🎓 আসন সংখ্যা ও ভর্তি সুযোগ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। যারা স্নাতক (সম্মান) প্রোগ্রামে সুযোগ পাবেন না, তারা পাস কোর্স, কারিগরি ও অন্যান্য শাখায় ভর্তির সুযোগ পাবেন।
🧑🏫 উপাচার্যের বক্তব্য:
উপাচার্য বলেন,
“আগে সরাসরি ভর্তি পরীক্ষা না থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতো। এবার ভর্তি পরীক্ষা নিয়ে সে বিতর্কের অবসান হয়েছে। দীর্ঘ দশ বছর পর সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।”
📅 সর্বশেষ ভর্তি পরীক্ষা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সরাসরি ভর্তি পরীক্ষা হয়েছিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। এরপর ২০১৫-১৬ থেকে শুধু এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ভর্তি করা হতো। দীর্ঘ আট বছর পর আবারও সরাসরি পরীক্ষা নেওয়া হলো।
🧾 অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম / কীভাবে ফলাফল জানা যাবে?
১. ওয়েবসাইটের মাধ্যমে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট (https://admission.nu.edu.bd) ভিজিট করে ‘Admission Result 2025’ অপশনে গিয়ে পিন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ফলাফল দেখা ও প্রিন্ট করা যাবে।
** রেজাল্ট দেখার বিকল্প সাইট: http://app55.nu.edu.bd/nu-web/college/admissionResultHome
২. মোবাইল এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:NUAT <স্পেস> রোল নম্বর
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
👥 উপস্থিতি:
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।