BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ ফলাফল
BOESL-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ ফলাফল প্রকাশিত হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২২ দুপুরে। বোয়েসেলের এই রেজাল্টে সাউথ কোরিয়ায় চাকরি প্রত্যাশী ২০,০০০ প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। ৩২৩ পৃষ্ঠার ফলাফলের pdf ডাউনলোড লিংক নিচে দেয়া আছে। উল্লেখ্য, অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৩১ আগস্ট ২০২২ বিকাল ৫টায়।
বোয়েসেলের ফলাফল সংক্রান্ত নোটিশ
দক্ষিণ কোরিয়া লটারি ফলাফল ২০২২
বোয়েসেল সাউথ কোরিয়া লটারির ফলাফল প্রকাশ হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২২ দুপুর ১.৩০টার দিকে।
- দক্ষিণ কোরিয়া লটারির রেজাল্ট পাওয়া যাবে বোয়েসেলের ওয়েবসাইটে : http://boesl.gov.bd (ফলাফলের pdf ফাইল সরাসরি ডাউনলোডের লিংক নিচে দেয়া আছে)
BOESL south korea lottery result 2022 pdf download link (direct) : https://edudaily24.files.wordpress.com/2022/09/boesl-south-korea-result-2022-sept.pdf
or, boesl direct link : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/40669f47_d575_4f41_aa52_f1135e9b50e1/2022-09-04-07-26-dc7864666683b33785ce24f1a458ab66.pdf
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২২
- দক্ষিণ কোরিয়ায় লোক নেওয়ার জন্য ২টি পদ্ধতি রয়েছে, প্রথমত হচ্ছে যে সকল প্রার্থী কোরিয়ান ভাষা জানে তাদেরকে একভাবে নেয়া হয় এবং যারা কোরিয়ান ভাষা জানেন না তাদেরকে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় নেয়া হয়ে থাকে।
- আবেদন করতে হবে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেল-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ রেজাল্ট
- আবেদন শুরু : ২৮ অগাস্ট ২০২২ সকাল ১০ টা
- আবেদন শেষ : ৩১ অগাস্ট ২০২২ বিকাল ৫টা
- বয়সসীমা : জন্মতারিখ ২৯ অগাস্ট ১৯৮২ থেকে ২৮ অগাস্ট ২০০৪ তারিখের মধ্যে।
- ফলাফল প্রকাশের তারিখ : ৪ সেপ্টেম্বর ২০২২ (সোমবার)।
আবেদনের যোগ্যতা
- আগ্রহী আবেদনকারীদের কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবেজড়িত আবেদনকারীদের জন্ম তারিখ ২৯ আগস্ট ১৯৮২ থেকে ২৮ আগস্ট ২০০৪ পর্যন্ত।
- আবেদনকারীদের এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) দ্বারা নিবন্ধন করতে হবে।
- আবেদনকারীর পুরো নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, ছবির স্ক্যান কপি (45-60 KB) এবং মোবাইল নম্বর ইত্যাদি ইনপুট করতে হবে।
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদন লিংক
আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে। CBT-এর জন্য আবেদন করার সময় আপনাকে আপনার স্ক্যান করা পাসপোর্টের কপি আপলোড করতে হবে। সুতরাং, জড়িত আবেদনকারীদের BOESL EPS TOPIK CBT অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম 2022-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। BOESL ওয়েবসাইটের ঠিকানা www.boesl.gov.bd বা eps.boesl.gov.bd।
অনলাইনে দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদনের নিয়ম
eps.boesl.gov.bd registration 2022 :
- প্রথমে বাংলাদেশ BOESL অফিসিয়াল পেজে যান: http://eps.boesl.gov.bdতারপর বৈধ তথ্য দিয়ে পৃষ্ঠাটি পূরণ করুন।পুরো নাম (পাসপোর্ট অনুযায়ী)তারপর জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী)তারপর পাসপোর্ট নম্বর (স্পেস ছাড়া)তারপর স্ক্যান করে পাসপোর্টের ছবি (ছবির আকার 40-60 কেজি)
Boesl south korea lottery 2022 result
দক্ষিণ কোরিয়া লটারি রেজাল্ট ২০২২
- সরাসরি রেজাল্ট ডাউনলোড করুন এই লিংক থেকে : https://edudaily24.files.wordpress.com/2022/09/boesl-south-korea-result-2022-sept.pdf
অথবা, এই লিংকে ক্লিক করুন : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/40669f47_d575_4f41_aa52_f1135e9b50e1/2022-09-04-07-26-dc7864666683b33785ce24f1a458ab66.pdf
নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন : https://www.facebook.com/EduDailyOfficial/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/EduDaily24