বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [Bangladesh police sergeant job circular 2022] প্রকাশিত হয়েছে। ২৩ নভেম্বর ২০২২ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পুলিশের সার্জেন্ট পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে (http://police.teletalk.com.bd) আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ পুলিশ |
পদের নাম : | সার্জেন্ট (Sergeant) |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
পদ সংখ্যা : | অনির্ধারিত |
আবেদনের মাধ্যম : | অনলাইন |
আবেদন শুরু : | ২৫ নভেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ২২ ডিসেম্বর ২০২২ |
আবেদনের লিংক : | http://police.teletalk.com.bd |
অফিশিয়াল ওয়েবসাইট : | https://www.police.gov.bd |
আবেদনকারী প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ তারিখে ১৯-২৭ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া যাদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ২৭ বছর হয়েছে তারাও এই নিয়ে বিজ্ঞতিতে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ও সময় ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২টা।
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে http://police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। এই সাইটের আবেদনের সময় দরকারি নির্দেশনা দেখে নিন। আবেদন করতে হবে ২৫ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২টার মধ্যে।
বাছাই প্রক্রিয়া বা নিয়োগ পরীক্ষা হবে একাধিক ধাপে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহŸান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্য নিæে উলেখ করা হলো :
১.১ প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উলেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার নং-০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯, তারিখ- ২২.০৯.২২-এর নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ যাদের বয়স ২৭ বছর (বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
২.১ প্রথম ধাপ:
২.১.১ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের ঐবষঢ় অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে;
২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ১০ ঘটিকা থেকে ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
২.২ দ্বিতীয় ধাপ :
প্রত্যেক প্রার্থীকে তার টঝঊজ ওউ ব্যবহার করে কমপক্ষে ৪০ টাকা ব্যালেন্স রয়েছে এমন যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস করতে হবে;
৩.১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা øাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ওপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)-এর জন্য বাছাই করা হবে;
৩.২ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (ঝগঝ)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।
৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (ঝগঝ)-এ প্রেরিত টঝঊজ ওউ এবং চঅঝঝডঙজউ ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করলে ইউজার আইডি, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যসংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করতে হবে;
৪.২ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।
৫. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা।
৫.১ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET)-এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিংয়ে অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-এ Bangladesh Police Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে।
৫.২ প্রার্থীদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিæবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবেÑ
৫.২.১ Admit Card for Physical Endurance Test (PET)-এর ২ কপি;
৫.২.২ শিক্ষাগত যোগ্যতার সনদ/সাময়িক সনদের মূলকপি;
৫.২.৩ সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূলকপি;
৫.২.৪ জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদের মূলকপি;
৫.২.৫ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
৬.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত¡সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;
৬.২ প্রথম ধাপ :
৬.৩ দ্বিতীয় ধাপ :
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে :
উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (http://www.police.gov.bd) ও প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (MS Office, Web Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।
১০.১ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
১০.২ লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চ‚ড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।
সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চ‚ড়ান্তভাবে মনোনীত করা হবে।
সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
এছাড়াও আরো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
সার্জেন হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের অংশগ্রহণ করতে হবে।
Bangladesh Police sergeant job circular 2022 pdf download link : https://www.police.gov.bd/storage/upload/announcement/M2tsXIqSEk8Yg8N2TLSxSRXmr0puyUBpbuHvJ8JX.pdf
Police sergeant job circular 2022 [HD / high resolution image format / clear view] download link : https://edudaily24.files.wordpress.com/2022/11/police-sergent-job-circular-2022-hd.jpg
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল, অটোপাসের সিদ্ধান্ত
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ
*#62# কিসের কোড, call forwarding এ অপরিচিত নাম্বার? কি করবেন
VPN কি, ভিপিএন ব্যবহারের অসুবিধা ও সুবিধা
ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ কি, বেতন কত, যোগ্যতা?
ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন, নিবন্ধন খরচ, বেতন, নোটিশ PDF
ভূমি সংক্রান্ত অনলাইন শুনানি
ভূমি অভিযোগ কেন্দ্র : অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত ফোন নাম্বার
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
[সুখবর] ঈদের ছুটি ২০২৩ : ৫ দিন সরকারি ছুটি ঘোষণা
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
সরকারি ক্যালেন্ডার ২০২৩ [ছুটির তালিকা সহ govt calendar 2023 Bangladesh]
আপনার মতামত লিখুন :