কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ, আবেদন ও পরীক্ষা যেভাবে

কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ, আবেদন ও পরীক্ষা যেভাবে
কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ, আবেদন ও পরীক্ষা যেভাবে
5/5 - (1 vote)

পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া, আবেদনের নিয়ম ও শারীরিক পরীক্ষা কিভাবে হবে, এর বিস্তারিত এখানে দেয়া হলো।  

আবেদনকারী প্রার্থীদেরকে মোট ৭টি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নিয়োগ পেতে হবে। ধাপগুলো হলো-

(ক) প্রিলিমিনারি স্কিনিং (খ) শারীরিক মাপ ও physical endurance test (গ) লিখিত পরীক্ষা (ঘ) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা (ঙ) প্রাথমিক নির্বাচন  (চ) পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা (ছ) চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।


(ক) প্রিলিমিনারি স্কিনিং : প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। http://police.teletalk.com.bd/trc ওয়েবসাইট থেকে এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করতে হবে। এই প্রবেশপত্রসহ শারীরিক মাপ ও physical endurance test এর দিন যথাযথ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

(খ) শারীরিক মাপ ও physical endurance test : শারীরিক মাপ ও physical endurance test ৭টি ইভেন্টের মাধ্যমে হবে।
প্রথম ইভেন্ট (দৌড়) :  পুরুষ প্রার্থীদের ২০০ মিটার দৌড় ২৮ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ২০০ মিটার দৌড় ৩৪ সেকেন্ডে অতিক্রম করতে হবে।
দ্বিতীয় ইভেন্ট (পুশ আপ) : পুরুষ প্রাথীদের ৩৫ সেকেন্ডে ১৫টি পুশআপ এবং নারী প্রার্থীদের  ৩০ সেকেন্ডে ১০ টি পুশআপ দিতে হবে।
তৃতীয় ইভেন্ট (লং জাম্প) : পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফিট ও নারী প্রার্থীদের কমপক্ষে ৬ফিট দূরত্ব জাম্প করে যেতে হবে। এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ ৩বার সুযোগ পাবে।
চতুর্থ ইভেন্ট (হাই জাম্প) : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৩.৫ ফিট ও নারী প্রার্থীদের কমপক্ষে ২.৫ ফিট উচ্চতায় অতিক্রম করে জাম্প করে  যেতে হবে। এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ ৩বার সুযোগ পাবে।
পঞ্চম ইভেন্ট (দৌড়): পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দূরত্ব ৬ মিনিট ৩০ সেকেন্ডে অতিক্রম করতে হবে। নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্ব ৬ মিনিটে অতিক্রম করতে হবে।
ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং): পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ারকে টেনে ৩০ ফুট  দূরত্ব  এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ারকে টেনে ২০ ফুট দূরত্ব পর্যন্ত নিতে হবে।
সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) : পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১২ফিট এবং নারীপ্রার্থীদের কমপক্ষে ৮ফিট  রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে উপরে উঠতে হবে।

(গ) লিখিত পরীক্ষা : বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা।
(ঘ) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা : ১৫ নম্বরের পরীক্ষা।
(ঙ) প্রাথমিক নির্বাচন : লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ীপ্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

(চ) পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে।  ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচিত হবে।
(ছ) চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ : পুনর্বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

 

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.