এ এইচ সবুজ, গাজীপুর: গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ২৮ জুলাই) বিকেলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি) কাপাসিয়া শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
ডিকেআইবি কাপাসিয়া শাখার সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জাহিদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিকেআইবি'র সহ-সাংগঠনিক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো: রেজাউল হক রবিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি) গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো: সাইদুর রহমান মিঠু।
জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ- আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ডিপ্লোমা কৃষিবিদ আহমদ আলী আকন্দ, ডিপ্লোমা কৃষিবিদ আলতাফ হোসেন, ডিপ্লোমা কৃষিবিদ মামুন অর রশিদ, ডিপ্লোমা কৃষিবিদ আরিফ সরকার, ডিপ্লোমা কৃষিবিদ আউলাদ হোসেন, ডিপ্লোমা কৃষিবিদ মাহমুদা মিলি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে 'জুলাই সনদ' ঘোষণা করার দাবি জানান। এ সময় জুলাই-২৪ আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ডিকেআইবি কাপাসিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ ওয়াসিম।
কাপাসিয়ায় জুলাই আন্দোলনের শহীদ স্মরণে ডিকেআইবির আলোচনা সভা
