গ্রামীণফোন প্রাইম কি, পোস্টপেইড কল রেট প্ল্যান ও সুযোগ-সুবিধা (২০২৩) নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গ্রামীণফোন প্রাইম মূলত পোস্টপেইড সংযোগ। আগের সব প্যাকেজের GP postpaid SIM (মাই প্ল্যান, এক্সপ্লোরার, বিজনেস সল্যুশন) এখন স্বয়ংক্রিয়ভাবে Grameenphone Prime (postpaid) হয়ে গেছে।
GP Prime বা গ্রামীণফোন প্রাইম কি?
প্রাইম নিয়ে এসেছে সহজ ও আকর্ষণীয় সব অফারের সাথে বিভিন্ন লাইফস্টাইল সুবিধা। মাত্র ৩০০ টাকার সিমের সাথে আপনি পাচ্ছেন ৩০০ টাকার ক্রেডিট লিমিট সেরা কল রেটে, কোনো শর্ত ছাড়াই। একই সাথে পাচ্ছেন ৩০ দিন মেয়াদের সাথে ফার্স্ট রিচার্জ অফার।
প্রথম রিচার্জ অফার: ৮৭ টাকায় ১২০ মিনিট ৩০ দিন মেয়াদে
নতুন কানেকশন অথবা প্রিপেইড থেকে পোস্টপেইডে মাইগ্রেশন অফার: মাসে একবার ১৭ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ১.২ জিবি, ৭ দিন মেয়াদের জন্য; ৯ মাসে মোট ১০.৮ জিবি, অথবা মাইজিপি থেকে মাসে ১৭ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ২.৪ জিবি MyGP পেতে মেয়াদ ৭ দিন, ৯ মাসে সর্বমোট ২১.৬ জিবি
প্রাইম বান্ডেল কিনতে ডায়াল করুন *১২১*৪# অথবা MyGP অ্যাপ থেকে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে
প্রাইম অ্যাভেইল করতে যেকোনো গ্রামীণফোন টাচ পয়েন্টে চলে আসলেই হবে। এছাড়া, আপনি GP অনলাইন শপ থেকে অনলাইনে নিতে পারেন অথবা MyGP অ্যাপ থেকে প্রিপেইড টু পোস্টপেইডে মাইগ্রেশন করুন।
২৪৯/৫৯৯/৯৯৯ টাকা বান্ডেল গ্রাহকদের জন্য, বান্ডেল রিনিউ করতে মেয়াদ শেষ হওয়ার আগে নোটিফিকেশন পাঠানো হবে। মেয়াদ শেষের আগে রিনিউ করা না হলে অব্যবহৃত বান্ডেল অ্যামাউন্ট বাতিল করা হবে
২৪৯/৫৯৯/৯৯৯ টাকা বান্ডেল অটো রিনিউসহ/ব্যতীত ব্যবহার করা যাবে
যতক্ষন না নতুন প্রাইম বান্ডেল *121*4# থেকে কেনা হচ্ছে, গ্রাহককে বেস ট্যারিফের (৭৫ পয়সা/ মিনিট- মাই প্ল্যান, ১.৩৫ টাকা/মিনিট- এক্সপ্লোর) চার্জ করা হবে।
মোবাইল টু মোবাইল বাংলা এসএমএস এর রেট ২৫পয়সা (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতিত)। এই সকল এসএমএস এর অক্ষর গণনা নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে।
এই মাই প্ল্যান ভয়েস বান্ডেলগুলি (4400, 9000, 18000) সমস্ত গ্রাহক পোস্টপেইড গ্রাহকদের জন্য
গ্রাহককে জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে যেতে হবে (জিপি গুলশান লাউঞ্জ, জিপিএইচ এক্সপেরিয়েন্স সেন্টার এবং সিটিজি এক্সপেরিয়েন্স সেন্টার)। যদি গ্রাহক 4400tk, 9000tk এবং 18000tk মূল্যের যে কোনো ভয়েস বান্ডেল অ্যাক্টিভেট করলে জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে একটি ফ্রি সিম (FOC) পাবেন। ফ্রি সিমের জন্য গ্রাহককে আলাদা নম্বর বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে যা নিয়মিত নম্বর, ক্যাটাগরি নম্বর (E,F,G,H) বা 01711 নম্বরের সমন্বয়ে হবে; প্যাক কেনার উপর ভিত্তি করে FOC নম্বর নির্বাচন করার পর, গ্রাহক সেই অনুযায়ী রিচার্জ করবেন FOC নম্বরে(অন স্পট অ্যাক্টিভেশন) প্যাকটি সক্রিয় করবেন বা তার অন্য নম্বর যা তিনি বহন করছেন, এখানে কোনো পোস্ট অ্যাক্টিভেশন প্রক্রিয়া অনুমোদিত নয়।
একবার গ্রাহক মাই প্ল্যান ভয়েস বান্ডেলগুলি সক্রিয় করলে (৪৪০০, ৯০০০, ১৮০০০), বান্ডেলের বৈধতা অনুযায়ী সে/সে সংশ্লিষ্ট বান্ডেলের মিনিট এবং এসএমএস পাবে।
সফল অ্যাক্টিভেশন, মাসিক মিনিট বিতরণ এবং বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার সময় গ্রাহককে অবহিত করা হবে।
মাই প্ল্যান ভয়েস বান্ডেল (৪৪০০, ৯০০০, ১৮০০০) মিনিটে শেষ করার পরে, গ্রাহককে রেট প্ল্যান ট্যারিফ অনুযায়ী চার্জ করা হবে। গ্রাহকের অন্য পোস্টপেইড বান্ডেল সক্রিয় থাকলে বান্ডেল ট্যারিফ অনুযায়ী চার্জ করা হবে।
আমার একটি জিপি প্রিপেইড সিম আছে, আমি কি এটা প্রাইম পোস্টপেইডে পরিবর্তন করতে পারবো?
যদি আপনার কানেকশনটি কমপক্ষে ৩ দিন পুরনো হয় তাহলে যেকোন নিশ্চিন্ত/ বন্ধু/ ডিজুস/ স্মাইল গ্রাহক মাইপ্ল্যানে মাইগ্রেট করতে পারবে। নন স্টার গ্রাহকদের জন্য অ্যাভেইলেবল ব্যালেন্স কমপক্ষে ৪০০ টাকা।