তিন সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন ৬.৫ লক্ষাধিক


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ১৫, ২০২০, ৪:০০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন /
তিন সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন ৬.৫ লক্ষাধিক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে তিন সপ্তাহে অর্থাৎ ১৩ নভেম্বর ২০২০ বিকাল ৪টা পর্যন্ত ৬.৫ লক্ষাধিক প্রার্থী আবেদন করেছেন। গত ২৫ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, শেষ হবে ২৪ নভেম্বর ২০২০ তারিখে। সাধারণত শেষের দুই সপ্তাহে সবচেয়ে বেশি আবেদন জমা হয়। সে হিসেবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি আবেদন অনলাইনে জমা হতে পারে।

আবেদন প্রক্রিয়ার পর যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন শেষে পরবর্তী তিন মাসের মধ্যে নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

১৯ অক্টোবর ২০২০ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মাধ্যমে সারা দেশে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। শূন্য আসনের সংখ্যা বাড়লে নিয়োগের সংখ্যাও বাড়বে। তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের অনেকে বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় পড়ছেন বলে টেলিটকের হেল্পলাইনে ফোন করে জানাচ্ছেন। সমস্যাগুলোর মধ্যে আছে- একাডেমিক সার্টিফিকেটের কপি অনলাইনে সংযুক্ত করার সময় সেটি গ্রহণ না করা, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া ইত্যাদি। এ ব্যপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনছুরুল আলম গণমাধ্যমকে জানান, অনলাইনে শিক্ষক নিয়োগ আবেদনের সময় প্রার্থীদের যেসব টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সেগুলো সমাধান করতে ওয়েবসাইটে কারেকশন অপশন যুক্ত করা হয়েছে। প্রার্থী সেই লিঙ্কে প্রবেশ করে তার অভিযোগ অথবা সমস্যা উল্লেখ করে পাঠালে তা সংশোধন করা হবে। আবেদন ফি জমা দেয়ার পরও এসব সমস্যা সমাধান করা যাবে।

* অনলাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে হবে এই লিংক থেকে : https://dpe.teletalk.com.bd

উল্লেখ্য, সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

Rate this post