প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৫ [নতুন image & video]

প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪
3.5/5 - (26 votes)

শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৫ এখানে তুলে ধরা হলো। নতুন শপথবাক্যে শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দেওয়া হয়েছে। দেশের প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের এখন থেকে নতুন শপথবাক্য পাঠ করানো হবে।

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠ করানোর জন্য দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক স্কুল এবং পিটিআইকে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২০ আগস্ট ২০২৪ (মঙ্গলবার) এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ে প্রতিদিন সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এর আগে, ২০২২ সালে শপথ বাক্য পরিবর্তন করা হয়েছিল।

 

প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য পাঠের নিয়ম

সব শিক্ষার্থীদের একত্রে এই শপথ বাক্য পাঠ করানো হবে। শপথ বাক্য এখানে হুবহু দেয়া হলো :

‘‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.