ফলাফল

বাউবি : এইচএসসি পরীক্ষা ২০১৮-এর ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০১৮-এর ১ম ও ২য় বর্ষের ফল আজ (১৬ জুলাই ২০১৮) প্রকাশিত হয়েছে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত এই ফলাফল বাউবির বাউবি’র সকল স্টাডি সেন্টার, ওয়েবসাইট (www.bou.edu.bd/index.php/results) ও এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে।
এসএমএস-এর মাধ্যমে বাউবি’র এইচএসসি ফলাফল পেতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে
bou<space>student ID টাইপ করে 2777 নম্বরে (বাংলালিংক হলে 2700 নম্বর) পাঠিয়ে দিন।
এ বছর বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় ১,৪৩,৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় (২য় বর্ষ) ৭৬,১৫৮ জন অংশ নেয়। তাদের মধ্যে ৪১,৮৩৪ জন পাস করে। পাসের হার ৫৪.৯৩ শতাংশ।
উল্লেখ্য, ২ মার্চ ২০১৮ তারিখ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা-২০১৮ শুরু হয়।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page