বাতিল হওয়া সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ দুপুরে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বাতিল হওয়া ১৭ জেলার লিখিত পরীক্ষা আগামী ২৮ মার্চ দুপুর ২.৩০টায় অনুষ্ঠিত হবে। গতকাল (বৃহস্পতিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
প্রার্থীরা লিখিত পরীক্ষায় আগের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন। প্রবেশপত্র না থাকলে বা হারিয়ে গেল আগের নিয়মে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।
উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জেলার নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। জেলাগুলো হচ্ছে- ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।