মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাস ৭৯৩৩৯ জন


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ৬, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৫ অপরাহ্ন /
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাস ৭৯৩৩৯ জন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ৫ এপ্রিল ২০২২ দুপুরে প্রকাশিত হয়েছে। ফলাফল পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।

এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯,৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫.১৩ শতাংশ।

ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

পরীক্ষায় ৯২.৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

৫ এপ্রিল ২০২২ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ এপ্রিল ২০২২ (শুক্রবার)। গত কয়েক বছর ধরে পরীক্ষার ৩ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলেও এ বছর কিছুটা দেরি হয়েছে।

চলতি বছর ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী আবেদন করেন, যা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় কত শিক্ষার্থী অংশ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। তবে অনুপস্থিতির হার খুব কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন।  প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

সারা দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে মোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউতে।

বেশি পরীক্ষার্থী ও একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময় লেগেছে বলে জানা গেছে।

গত ১ এপ্রিল ২০২২ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল কলেজ ও একটি ছিল ডেন্টাল কলেজ।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন। আবেদনকারীদের মধ্যে রাজধানী ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি।

জানা গেছে, প্রতি বছর বুয়েটের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশেষজ্ঞ পরীক্ষকরা পুনর্নিরীক্ষার কাজ করেন। তবে এবার বুয়েট ফলাফল তৈরি করে জমা দেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষজ্ঞ দল উত্তরপত্র দ্বিতীয় দফায় মূল্যায়ন করার পরই ফলাফল প্রকাশ হবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২ (pdf) ডাউনলোডের সরাসরি লিংক : https://old.dghs.gov.bd/images/docs/Notice/notice_5_4_2022_MBBS.pdf

>> ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল (Test score, Merit score, Merit position) পাওয়া যাবে এই ওয়েবসাইটে : http://result.dghs.gov.bd/mbbs/

This image has an empty alt attribute; its file name is medical-admission-result-notice-2022.jpg

Rate this post