বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ও সাজেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, পয়েন্টসম্যান (গ্রেড-১৮) পদে ৭৬২ জন নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। ২০২১ সালের নভেম্বরে এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রেলওয়ের পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত (mcq) পরীক্ষা হবে ৭০ নম্বরের। সময় বরাদ্দ ৬০ মিনিট। এরপর ৩০ নম্বরের মৌখিক। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা হবে—বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় সাধারণত যে প্রশ্ন আসে তার উত্তর দু-এক কথায় লিখতে হয়। শুধু গণিতের ক্ষেত্রে সমাধান করে দেখিয়ে দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
বাংলা বিষয়ের দুটি অংশ। সাহিত্য আর ব্যাকরণ। প্রস্তুতির শুরুতে বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষার (সমপর্যায়ের) প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন। বিগত চাকরির পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবেন। তাই বিগত সালের প্রশ্নে কোনো রকম হেলাফেলা করা যাবে না। তারপর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন। টেক্সট বুক থেকে পড়তে না পারলেও চাকরির প্রস্তুতির গাইড বই থেকে কয়েকবার রিডিং পড়ে বিভিন্ন লেখক সম্পর্কে ধারণা নিতে পারেন, লেখক পরিচিতি মুখস্থ না করলেও হবে। তারপর প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত পড়বেন। প্রয়োজনে এই কয়জন লেখক-সাহিত্যিকের রচনাগুলো ছন্দ বা কৌশল বানিয়ে মনে রাখবেন। মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি গল্প, উপন্যাস ও নাটক এবং বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি পড়লে আশা করা যায় বাংলা সাহিত্য নিয়ে আর টেনশন করতে হবে না।
বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকস বা সাজেশন —
এককথায় প্রকাশ/বাক্য সংকোচন, বাগধারা, কারক-বিভক্তি, সন্ধি, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের প্রকারভেদ (কোনটা কোন দেশি শব্দ), সাধু ও চলিত রূপ, সমাস, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, পরিভাষা, উপসর্গ প্রভৃতি। এ ছাড়া আরো ভালো প্রস্তুতির জন্য ব্যাকরণের অন্যান্য টপিকস থেকেও অনুশীলন করতে পারেন। ব্যাকরণের প্রস্তুতি নিতে হবে মুনীর চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে। আর অনুশীলনের জন্য বাজারের ভালো মানের কোনো একটা প্রকাশনীর বই পড়া যেতে পারে, বিশেষ করে প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া বিগত সালের প্রশ্নগুলো। ভালো মানের একটা বই-ই যথেষ্ট। একাধিক বই কেনার প্রয়োজন নেই।
ইংরেজির বিষয়ের দুটি অংশ। গ্রামার আর লিটারেচার। লিটারেচার অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। ভাল প্রস্তুতি নিতে হবে গ্রামার অংশে। যেসব টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে—(1) Parts of Speech, (2) Identification of Parts of Speech, (3) Interchange Parts of speech, (4) Phrase & Clause, (5) Gerund & Participle, (6) Number & Gender, (7) Preposition, (8) Right form or Verb, (9) Voice & Narration, (10) Subject-Verb Agreement, (12) Conditional Sentence, (13) Synonym & Antonym, (14) Spelling, (15) One Word Substitutions, (16) Changing Sentence প্রভৃতি।
গণিতকে তিনটি অংশে ভাগ করা যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি। তবে পাটিগণিত থেকেই ৯-১০টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এ অংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গণিতের প্রস্তুতির জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণির গণিত বই থেকে পাটিগণিত করবেন। বুঝে বুঝে করবেন। তাড়াহুড়ার কিছু নেই। এখনো পরীক্ষার যতটুকু সময় আছে তাতে নিয়মিত বুঝে বুঝে অনুশীলন করে গণিতে ভালো করা সম্ভব। পাটিগণিতের যেসব টপিকস গুরুত্বপূর্ণ—মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্ন্যাংশ, গড়, সময় ও দূরত্ব, লসাগু ও গসাগু, নৌকা ও স্রোতের বেগ প্রভৃতি।
বীজগণিত থেকে ৩-৪টি প্রশ্ন আসতে পারে। বীজগণিতের প্রস্তুতির জন্য যেসব টপিকস বেশি গুরুত্ব দিতে হবে, তা হলো বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, মান নির্ণয়, সূচক, লগারিদম ও ধারা প্রভৃতি। গণিতের শেষ অংশ হলো জ্যামিতি।
জ্যামিতি থেকে ২-১টা প্রশ্ন আসতে পারে। গুরুত্বপূর্ণ টপিকস হলো রেখা, কোণ ও ত্রিভুজ, বৃত্ত, পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজসংক্রান্ত সমস্যা প্রভৃতি। গণিতে নিয়মিত অনুশীলনই সফলতা আনতে পারে।
সাধারণ জ্ঞানে প্রস্তুতির জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ টপিকসগুলো হলো—বাংলার ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান, বাংলাদেশ পরিচিতি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলওয়ে, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়াবলির জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, বিভিন্ন দেশের রাষ্ট্রব্যবস্থা, রাজধানী ও মুদ্রা, ভৌগোলিক বৈচিত্র্য (পর্বত, সাগর, প্রণালি, খাল), গুরুত্ব্বপূর্ণ সম্মেলন, চুক্তি, খেলাধুলা প্রভৃতি । সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা নিয়মিত পড়া যেতে পারে। এ ছাড়া বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের ভালো মানের একটি গাইড বই পড়া যেতে পারে।
৪১। ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি? উত্তরঃ প্রচুরক নেই
৪২। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? উত্তরঃ ২৮৮ টাকা
৪৩। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে? উত্তরঃ ১৫০০ টাকা
৪৪। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে? উত্তরঃ ২৫
৪৫। নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ কোনটিই নয়
৪৬। –
৪৭। –
৪৮। –
৪৯। –
৫০। –
পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্টসংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটি ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেম কোনো কারণে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয়। একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন-বিয়োজন করে সাজানোও তাঁর কাজ। মালবোঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তাঁর দায়িত্বের মধ্যে পড়। কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সুবাদে একজন পয়েন্টসম্যানের ‘চিফ ইয়ার্ড মাস্টার’ পর্যন্ত পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে।
Bangladesh railway pointsman job exam date and seat plan 2022 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/70d8f2d5_7ef7_4320_8b6a_099612ead19a/Points%20man.pdf
প্রবেশপত্র ডাউনলোড লিংক :
http://br.teletalk.com.bd/brpm/home.php
আরো পড়ুন : রেলওয়ের পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষার সূচি ও সিট প্ল্যান ২০২২
রেলওয়ের পয়েন্টসম্যান পদের মাসিক বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। সরকারি গ্রেডের ১৮তম বেতন গ্রেড অনুযায়ী তারা বেতন পান। এই মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রাপ্য হবেন।
পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষা (লিখিত পদ্ধতির এমসিকিউ) হবে ৭০ নম্বরের। পাস নম্বর ৫০ শতাংশ। অর্থাৎ লিখিত পরীক্ষায় অন্তত ৩৫ নম্বর পেতে হবে। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন : https://www.facebook.com/EduDailyOfficial/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/EduDaily24
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল, অটোপাসের সিদ্ধান্ত
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ
*#62# কিসের কোড, call forwarding এ অপরিচিত নাম্বার? কি করবেন
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
সরকারি ক্যালেন্ডার ২০২৩ [ছুটির তালিকা সহ govt calendar 2023 Bangladesh]