শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ২০২২ – ছুটি বেড়েছে, ১১ নির্দেশনা

Rate this post

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ২০২২ সংক্রান্ত নির্দেশনা প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজের চলমান ছুটির সীমা আরো ২ সপ্তাহ পর্যন্ত (২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত) বাড়ানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ২২ ফেব্রুয়ারি থেকে

  • করোনা শনাক্তের হার কমতে শুরু করায় এ মাসেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তা গ্রহণ করছে সরকার। আগামী ২১ ফেব্রুয়ারির পর নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি না বাড়ানোর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ২২ ফেব্রুয়ারি থেকে আগের মতো সীমিত পরিসরে স্কুল-কলেজ চালু হতে পারে।
  • ১১ ফেব্রুয়ারি ২০২২ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনার সংক্রমণ দিন দিন কমতে থাকায় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। করোনা বৈশ্বিক সমস্যা। আমরা চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন প্রতিদিনই করোনা সংক্রমণের হার কমছে। আশা করি, খুব দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। ’

শিক্ষা প্রতিষ্ঠান দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ

২০২২ সালে ১ম দফায় শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া ছুটির মেয়াদ ছিল ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। নতুন ঘোষণা অনুযায়ী, ২য় দফায় শিক্ষা প্রতিষ্ঠান ৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে আরো ২ সপ্তাহ পর্যন্ত (২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত) বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

>> ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরো ২ সপ্তাহ বাড়ানো হচ্ছে!

স্কুল কলেজ ছুটির তারিখ ২০২২

১ম দফা ছুটি২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২
২য় দফা ছুটি৭ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২২

এর আগে, ২২ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ সময়ে অনলাইনে/ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস চলবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম চালিয়ে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে অফিস কার্যক্রম চালিয়ে যাওয়া, অধিদপ্তরের অধীন সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

স্কুল কলেজ বন্ধের ১১ দফা নির্দেশনা

  • ১. আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
  • ২. এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাস্তবতার ভিত্তিতে অনলাইন/ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিখন-শেখানা কার্যক্রম অব্যাহত রাখবে।
  • ৩. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকবে।
  • ৪. শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন শ্রেণি কক্ষ, গ্রন্থাগার, গবেষণাগারসহ প্রতিষ্ঠানের সকল বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট পানি এবং গ্যাস সংযোগ নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
    ৫. এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
  • ৬. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বে নিয়োজিত রাখতে পারবেন।
  • ৭. যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস/ছাত্রীনিবাসে বৈধ আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস/ছাত্রীনিবাসসমূহ খোলা থাকবে। তবে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
  • ৮. অধিদপ্তরের অধীন সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।
  • ৯. শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয় যথারীতি চালু থাকবে; সেখানে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে।
  • ১০. জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
  • ১১. শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

[ Video ]

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *