জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশতি হয়েছে। আজ (১০.০৯.২০১৬) রাত ৮টার পর ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
সারাদেশে ৬৮৩টি কেন্দ্রে ১৬৭টি কলেজের মোট ৩,৬৯,২৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় গড় পাশের হার ৭৩.৬৬%।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুলক্রুটি পেলে তা সংশোধন, সংযোজন অথবা ফলাফল বতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে (৯.১০.২০১৬ তারিখের মধ্যে) পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে/অনলাইনে www.nubd.info সাইটের মাধ্যমে জানাতে হবে।
ডিগ্রি পরীক্ষার ফলাফল অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে :
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd অথবা www.nu.edu.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে। যেকোনো মোবাইল সংযোগ থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। nu<space>deg<space>Reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফলাফল জানা যাবে।
২০১৪ সালের ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশ ৭৩.৬৬%
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review