২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি ২৮ মে থেকে

২০১৪-১৫ শিক্ষাবর্ষে কলেজগুলোতে একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৮ মে থেকে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৪ চূড়ান্ত করেছে।
নীতিমালা অনুযায়ী, ২৮ মে থেকে ১২ জুন ২০১৪ তারিখ পর্যন্ত সারাদেশের কলেজে ভর্তি ফরম উত্তোলন ও জমা দেওয়া যাবে। ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২২ জুন।
পুনঃপরীক্ষণের কারণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির শেষ তারিখ ৩০ জুন। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ২২ জুলাই।