চাকরির খবর

৩৯তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৪,৭৯২ জন নিয়োগের সুপারিশ

৩৯তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলাফল আজ (মঙ্গলবার) প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক হিসেবে ৪,৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন। গত বছরের ৩ আগস্ট ৩৯ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

উল্লেখ্য, ৩৯তম বিশেষ বিসিএস আয়োজন করা হয় চিকিৎসকদের জন্য। গত বছরের (২০১৮) ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর গত ৭ মার্চ ২০১৯ মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়।

৩৯তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলাফল (১৮ পৃষ্ঠা) পাওয়া যাবে এই লিংকে :
https://storage.googleapis.com/production-prothomalo/contents/uploads/media/2019/04/30/b089aa2b8dea9827319f4761b437828a-5cc810e5a55d6.pdf

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button