ঢাবি অধিভূক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের ৭ দাবি

Rate this post

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভূক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ইতোপূর্বে প্রশাসন সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন কার্যত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ অবস্থায় ৭ কলেজের শিক্ষার্থীরা নতুন করে তাদের ৭ দাবি উত্থাপন করেছে।

আজ (৪ নভেম্বর ২০২০, বুধবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো–

১. সকল সেশনকে পরবর্তী সেশনে ক্লাস করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. অনার্স ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ফল প্রকাশ করতে হবে।

৩. সকল বর্ষের ফলাফল ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

৪. ডিগ্রী ২০১২-১৩ বর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

৫. ২০১৭-১৮ ও ২০১১৮-৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেডের নিয়ম বাতিল করতে হবে এবং তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করতে হবে।

৬. সকল মানোন্নয়ন পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রী অনার্স মাস্টার্স সহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ সহ খাতা পুণঃমূল্যায়ন করতে হবে।

৭. প্রিলি মাস্টার্স ২০১৫-১৬ সেশনের ১ম পর্বের চলমান পরীক্ষা নিয়ে অতি দ্রুত ফল প্রকাশ করতে হবে। একই সেশনে একের অধিক সেশনের শিক্ষার্থী রাখা যাবে না।।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *