৯ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – পদ ১০৬৯টি
৯ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সিনিয়র অফিসার (জেনারেল) পদে মোট ১০৬৯ জনকে নিয়োগ দেয়া হবে।
সিনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ ২০২১
এই পদে সোনালী ব্যাংক ১৪৩ জন, জনতা ব্যাংক ১৯৭ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংক ৬২ জন, কর্মসংস্থান ব্যাংক ৭ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২৭ জন নিয়োগ দেবে।
সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেয়া হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে (৫৩৯ জন), জনতা ব্যাংকে (১৯৭ জন) ও সোনালী ব্যাংকে (১৪৩ জন)।
নিয়োগ কার্যক্রম : | বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত নিয়োগ পদ্ধতি |
নিয়োগদাতা ব্যাংকের সংখ্যা : | ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান |
পদের নাম : | সিনিয়র অফিসার (জেনারেল) [ ২০২০ সাল ভিত্তিক ] |
ব্যাংক/প্রতিষ্ঠানের নাম ও পদ : | সোনালী ব্যাংক (১৪৩), জনতা ব্যাংক (১৯৭), রূপালী ব্যাংক (৬৮), বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক (৪), বাংলাদেশ কৃষি ব্যাংক (৫৩৯), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (২২), প্রবাসী কল্যাণ ব্যাংক (৬২), কর্মসংস্থান ব্যাংক (৭), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (২৭)। |
মোট পদের সংখ্যা : | ১০৬৯টি |
Job ID : | 10146 |
বেতন স্কেল : | ২২০০০-২৩১০০-২৪২৬০—-৪৮,১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা |
আবেদনের শেষ তারিখ : | ১৬ জানুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা। |
আবেদন ফি : | ২০০ টাকা। |
আবেদনের লিংক : | https://erecruitment.bb.org.bd |
আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা।
Verify payment এবং tracking page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ১ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা।
☑ সিনিয়র অফিসার (জেনারেল) পদে অনলাইনে আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd অথবা https://erecruitment.bb.org.bd/career/jobopportunity_bscs.php
বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সিনিয়র অফিসার নিয়োগ ২০২১
☑ ৯ ব্যাংকে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ pdf ডাউনলোড লিংক : https://erecruitment.bb.org.bd/career/dec212021_bscs_184.pdf