অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১

Rate this post

অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ২য় মেধা তালিকা এবং ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

➡️ অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
👉 উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicant/home.action)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।

➡️ উক্ত ফলাফল জানতে SMS করতে পারবেনঃ
(nuathnroll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)

✅ ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং মাইগ্রেশানে পরিবর্তিত বিষয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১ তারিখের মধ্যে।

⚠️ ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম এডমিশন ওয়েবসাইটে লগইন করে অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট কপি কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। 👉 নতুন করে শিক্ষার্থীকে কোনো ফি জমা দিতে হবে নাহ।

➡️ ২য় মেধা তালিকায় যাদের স্থান হবে নাহ,তারা রিলিজ স্লিপে নতুন করে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। আগামী মাসে শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিয়ে নোটিশ প্রকাশ করবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.