ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ রেজাল্ট ২০২৩ | পাস ৯৫.৩৯%

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ রেজাল্ট ২০২৩ (National university honours 2nd year result 2023) প্রকাশিত হয়েছে। ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ৫ জুন ২০২৩ তারিখ রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৩২৫টি কেন্দ্রে ৮৭৮টি কলেজে ৩১টি অনার্স বিষয়ের এই পরীক্ষায় মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার (প্রমোটেড) ৯৫ দশমিক ৩৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.nu.ac.bd/results) রাত ৮ থেকে এই ফলাফল পাওয়া যাবে।

অনার্স ২য় বর্ষ রেজাল্ট ২০২৩ : SMS এর মাধ্যমে যেভাবে পাওয়া যাবে

  • NU <Space> H2 < Spacce> Roll Number লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ২০২৩

Mark RangeGrade Point (GP)Letter Grade (LG)Division
৮০-১০০৪.০০A+১ম বিভাগ
৭৫-৭৯৩.৭৫A১ম বিভাগ
৭০-৭৪৩.৫০A-১ম বিভাগ
৬৫-৬৯৩.২৫B+১ম বিভাগ
৬০-৬৪৩.০০B১ম বিভাগ
৫৫-৫৯২.৭৫B-২য় বিভাগ
৫০-৫৪২.৫০C+২য় বিভাগ
৪৫-৪৯২.২৫C২য় বিভাগ
৪০-৪৪২.০০D৩য় বিভাগ
০-৩৯০.০০Fail——–
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ বছরের CGPA নির্ণয : এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।

এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
.
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”

Ex : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;

সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83

এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24

মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
.
৪ বছরের CGPA নির্নয়: চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।

চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।

Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102

অতএব, মোট CGPA : 328÷102=3.21

এডু ডেইলি ২৪