বিদেশে চাকরি

২০২৩ সালে আরব আমিরাতে নিয়োগ পাবেন ৭ হাজার কর্মী

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হবে ৭ হাজার কর্মী। আরব এই দেশটিতে (UAE) বিভিন্ন অভিজাত আবাসিক হোটেলে ২০২৩ সালে কমপক্ষে সাত হাজার নতুন চাকুরি তৈরি হতে যাচ্ছে।

নতুন এসব চাকরিতে তথ্য প্রযুক্তি (IT), ফিন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী (Bachelor degree) প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। করোনা ভাইরাস মহামারির আগের বছর দেশটিতে এই খাতে নতুন কর্মী নেয়া হয় ৭ হাজার ৫৮ হাজার। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নতুন ভাবে এই ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই ধনী দেশটির কর্তৃপক্ষ। 

পর্যটন বিষয়ক বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের বরাত দিয়ে ২ জুলাই ২০২৩ তারিখে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরই শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।

ম্যানজমেন্ট কন্সালটেন্সি প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির দুবাই শাখার প্রতিনিধি মার্গাক্স কনস্টানটিন গালফ নিউজকে এ প্রসঙ্গে বলেন, ‘আমিরাতজুড়ে এখন হসপিটালিটি বা হোটেল বাণিজ্য ব্যাপকতা পেয়েছে। নতুন এই কর্মসংস্থানের উদ্যোগ তারই অংশ।’

প্রতি বছর আমিরাতে যেসব পর্যটক যান তাদের প্রায় সবাই ধনী এবং তারা অভিজাত হোটেলগুলোতে থাকতে সাচ্ছন্দ্যবোধ করেন। ফলে গত কয়েক বছরে রাস আল খাইমাহ, বুর্জ খলিফার মতো আমিরাতভিত্তিক হোটেল যেমন গড়ে উঠেছে, তেমনি রোটানা, হিলটন, র‌্যাডিসনের মতো বহুজাতিক কোম্পানিগুলোও দেশটিতে নিজ নিজ হোটেলের শাখা খুলেছে।

ফলে বাড়তে থাকা পর্যটক ও সেই সঙ্গে হোটেল বা হসপিটালিটি ব্যবসা ফুলে-ফেঁপে উঠতে থাকায় ও তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষিত কর্মীর চাহিদা বাড়ছে দেশটিতে।

এডু ডেইলি ২৪
Share
Published by
এডু ডেইলি ২৪