আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ score, সমীকরণ, লাইভ score, খেলার পরিসংখ্যান, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [Argentina vs Poland]

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ score, খেলার পরিসংখ্যান, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী (prediction), লাইন-আপ ২০২২ ও খেলার লাইভ live সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। আর্জেন্টিনা vs পোল্যান্ড দলের খেলা বাংলাদেশ সময় ৩০ নভেম্বর ২০২২ (বুধবার) দিবাগত রাত ১টা থেকে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর ৭ম দিনের গ্রুপ-সি এর ম্যাচে আর্জেন্টিনা (Argentina) দলের মুখোমুখি হতে যাচ্ছে পোল্যান্ড (Poland)।

২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ভাগ্য নির্ধারিত হয়েছে C group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

পোল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য নিজেদের আরও একবার উজাড় করে দেবেন লিওনেল মেসিরা। লা পুল্গার সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে জয়ী হতে হবে আর্জেন্টিনাকে। ড্র করলে তারা পড়বে ভাগ্য ও গোল ব্যবধানের জটিল সমীকরণের ফাঁদে। অন্যদিকে হেরে গেলে পোল্যান্ড পড়বে বাদ পড়ার শঙ্কায়। তবে ড্র করলেও রবার্ট লেভানদোভস্কিরা পা রাখবেন নকআউট পর্বে।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

FIFA world cup 2022 Live Score [Group D]

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড খেলা কবে

  • দল / দেশ : Argentina vs Poland
  • কখন : Argentina vs Poland এর খেলা বাংলাদেশ সময় ৩০ নভেম্বর ২০২২ (বুধবার) দিবাগত রাত ১টায়।
  • খেলার মাঠ বা ভ্যেনু : ৯৭৪ স্টেডিয়াম, দোহা, কাতার।

ফিফা বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা vs পোল্যান্ড

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান / সমীকরণ বা Fact

বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো এ পর্যন্ত মোট ৩ বার মুখোমুখি হয়েছিল। এখানে সেসব খেলার পরিসংখ্যান তুলে ধরা হলো :

  • ১) বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে পোল্যান্ড ও আর্জেন্টিনা। ১৯৭৪ সালে পোল্যান্ড জিতেছিল ৩-২ গোলের ব্যবধানে। এর চার বছর পর আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে।
  • ২) সবমিলিয়ে দুই দল মোট ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ছয় বার, পোল্যান্ড জিতেছে তিনবার, বাকি দুটি ড্র।

  • ৩) দুই দলের সবশেষ মোকাবেলায় ২০২২ সালের জুনে একটি প্রীতি ম্যাচে পোল্যান্ড জিতেছিল ২-১ গোলের ব্যবধানে।
  • ৪) ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো এবার বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে পারে পোল্যান্ড।
  • ৫) বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে নিজেদের সাত ম্যাচের চারটিতে জিতেছে পোল্যান্ড। হেরেছেন তিনটিতে।

  • ৬) প্রথমবারের মতো বিশ্বকাপে টানা চারটি ম্যাচে ক্লিন শিট রাখার সামনে পোলিশরা।
  • ৭) লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে তার শেষ ছয় ম্যাচের প্রতিটিতে গোল পেয়েছেন। সেখানে ১২টি গোল করেছেন। দেশের হয়ে টানা সাত ম্যাচে কখনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।
  • ৮) বিশ্বকাপে ২২তম ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি, আর্জেন্টিনার হয়ে একটি নতুন রেকর্ড। তার সামনে রয়েছেন শুধুমাত্র লোথার ম্যাথিউস (২৫ ম্যাচ), মিরোস্লাভ ক্লোসে (২৪) এবং পাওলো মালদিনি (২৩)।

  • ৯) বিশ্বকাপে শেষ দুটি ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে হেরেছে আর্জেন্টিনা। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ এবং ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারে তারা।
  • ১০) ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে পোল্যান্ড। ড্র করলে সুযোগ আছে আর্জেন্টিনারও, সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরবের মধ্যকার অপর ম্যাচটিও ড্র হতে হবে।

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে চমক

  • প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেসি বাহিনী। সেই ম্যাচে দলকে এগিয়ে নেন ক্ষুদে জাদুকরই। তবে পোল্যান্ডের বিপক্ষে সমানভাবে জ্বলে উঠতে হবে আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজদেরও।

  • রদ্রিগো দি পল, লিওনার্দো পারেদেস, এঞ্জো ফার্নান্দেজদেরও মাঝমাঠে রাখতে হবে ভূমিকা। রক্ষণে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়াতে হবে লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দিদের।

  • গোলখরা কাটালেও এখনও নিজের সেরা রূপে দেখা দিতে পারেননি লেভানদোভস্কি। এই ম্যাচে লিড পেতে তার ওপরই ভরসা করবে পোলিশ শিবির। সঙ্গে আরকাদিউস মিলিককেও দেখাতে হবে গোলবারের সামনে ঝলক।

  • রক্ষণে কামিল গ্লিক, ইয়াকব কিভিওরদের পালন করতে হবে মেসি-মারিয়াদের শান্ত রাখার দায়িত্ব। ভেইচেখ শেজনিকেও গোলবারের সামনে হতে হবে নিঁখুত।

কাতার বিশ্বকাপে পোল্যান্ড স্কোয়াড

আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

আর্জেন্টিনা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-3-2-1

  • আর্জেন্টিনা দলের প্রথম একাদশ :
  • এমি মার্তিনেস
  • নেহুয়েল মলিনা
  • লিসান্দ্রো মার্তিনেস
  • নিকোলাস ওতামেন্দি
  • আকুইনা
  • রদ্রিগো দে পল
  • লিয়ান্দ্রো পারেদেস
  • এনজো ফের্নান্দেস
  • লাউতারো মার্তিনেস
  • লিওনেল মেসি
  • দি মারিয়া।

কাতার বিশ্বকাপে পোল্যান্ড স্কোয়াড

পোল্যান্ড জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

পোল্যান্ড দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৪-২

  • পোল্যান্ড দলের প্রথম একাদশ :
  • শেজনি (গোলরক্ষক)
  • ক্যাশ
  • গ্লিক
  • বেরেশিন্সকি
  • কিভিওর
  • ক্রিচোভিয়াক
  • ফ্রাঙ্কোভস্কি
  • জিয়েলিন্সকি
  • বিয়েলিক
  • মিলিক
  • লেভানদোভস্কি।

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

  • আর্জেন্টিনা বনাম পোল্যান্ড খেলায় নি:সন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

FIFA world cup 2022 Argentina vs Poland Live streaming TV broadcast

Argentina vs Poland world cup LIVE STREAMING

Argentina vs Poland LIVE STREAMING Link : https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33