ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২
কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র লাইভ live, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ইংল্যান্ড vs যুক্তরাষ্ট্র দলের খেলা বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ২০২২ (শুক্রবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হয়েছে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর ৬ষ্ঠ দিনের গ্রুপ-ডি এর ম্যাচে ইংল্যান্ড দলের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র / আমেরিকা।
২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড দলের ভাগ্য নির্ধারিত হয়েছে B group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র (USA) ও ওয়েলস।
ইংল্যান্ড দলের আক্রমণভাগের মার্কাস র্যাশফোর্ড, হ্যারি কেইন, রহিন স্টার্লিংরা আক্রমণ করে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ তছনছ করে দিতে পারে।
যুক্তরাষ্ট্র দলের সবচেয়ে বড় খেলোয়ার পুলিসিক। তাছাড়া মাঝমাঠে ওয়েস্টন ম্যাকেনি ও ডিফেন্সে সার্জিনো ডেস্টকেও রাখতে হবে ভূমিকা।
ফিফা বিশ্বকাপ ২০২২ : ইংল্যান্ড vs যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান / Fact
১. বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি তৃতীয় ম্যাচ। এর আগে ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ১-০ গোলে জিতেছিল। এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ১-১ গোলে ড্র হয়।
২. তবে, এর আগে মোট ১১টি ম্যাচের ৮টিতেই জিতেছে ইংল্যান্ড। ইংলিশদের সবশেষ হারটি ১৯৯৩ সালে (২-০ গোলে)।
৩. ইরানের বিপক্ষে ৬-২ গোলের জয়ে ইংল্যান্ড ৭১৬টি পাস পূর্ণ করেছে, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ম্যাচে তাদের রেকর্ডে সবচেয়ে বেশি। জন স্টোনস একাই দিয়েছে ১১৬টি পাস যা ম্যাচের ১৬ শতাংশ, এছাড়াও বিশ্বের ইংলিশ খেলোয়াড়দের মধ্যেও ১৯৬৬ সালের পর সর্বোচ্চ।
৪. ২০২২ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের গ্রুপ পর্বে সেরা গোল ব্যবধান ছিল ইংল্যান্ডেরই। ৩৯ গোল করেছে তার বিরুদ্ধে গোল হজম করে মাত্র তিনটি।
৫. জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ইংল্যান্ডকে শেষ দুটি টুর্নামেন্টের শেষ চারে নিয়ে গেছেন কোচ গ্যারেথ সাউথগেট। এর আগে শুধুমাত্র স্যার আলফ র্যামসের অধীনে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৬৮ সালে ইউরোর সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড।
৬. ২০১৮ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। গোল করেছিলেন ছয়টি। তার পাঁচটি ছিল গ্রুপ পর্বে। দুটি ভিন্ন বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো খেলোয়াড়ই কখনো টানা সর্বোচ্চ স্কোরার হতে পারেনি।
৭.১১তম বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে আমেরিকানরা। নিজেদের সবশেষ চার আসরের তিনটিতেই গ্রুপ পর্বের বাধা অতিক্রম করেছিল তারা।
৮. এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা ৩৪ ম্যাচের একটিতেও গোলশূন্য ড্র করেনি যুক্তরাষ্ট্র।
৯. ইংল্যান্ড এখন পর্যন্ত ১৬টি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে ১৯৬৬ সালে ঘরের মাঠে একবার টুর্নামেন্ট জিতেছে।
কখন : Brazil vs Serbia এর খেলা বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ২০২২ (শুক্রবার) দিবাগত রাত ১টায়।
খেলার মাঠ বা ভ্যেনু : আল বাইত স্টেডিয়াম, আল খোর, কাতার।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড
ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
ইংল্যান্ড দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-1-2-3
ইংল্যান্ড দলের প্রথম একাদশ :
পিকফোর্ড (গোলরক্ষক)
ট্রিপার
স্টোনস
ম্যাগুয়ার
শ’
রিস
বেলিংহাম
সাকা
মাউন্ট
স্টার্লিং
কেইন
কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র (আমেরিকা/USA) য়াড
USAজাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
USAদলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-1-2-3
যুক্তরাষ্ট্র দলের প্রথম একাদশ :
টার্নার (গোলরক্ষক)
রবিনসন
ডেস্ট
রিম
জিমারম্যান
মুসাহ
অ্যাডামস
ম্যাকেনি
পুলিসিক
সার্জেন্ট
উইয়াহ
ব্রাজিল বনাম সার্বিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র খেলায় নি:সন্দেহে ইংল্যান্ড এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 England vs USA Live streaming TV broadcast