এইচএসসি পরীক্ষায় বিষয় ও সময় কমানো হচ্ছে!

Rate this post

এইচএসসি ও সমমান পরীক্ষায় বিষয় সংখ্যা ও সময় কমানোর চিন্তাভাবনা চলছে! শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কত কম সময়ে এবং কম সংখ্যক বিষয় নিয়ে পরীক্ষাটি নেয়া যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এছাড়াও করোনার সঙ্কটময় এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন যতটা কমানো যায়, এ ব্যাপারে স্কুল-কলেজ কর্তৃপক্ষকেও তিনি অনুরোধ করেছেন।

আজ (২৭ জুন ২০২০, শনিবার) শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের (২০২০) এইচএসসির সিলেবাস কমানোর যৌক্তিকতা নেই। কারণ তারা (ইতোমধ্যে) তাদের সিলেবাস শেষ করেছে (করোনা পরিস্থিতির আগেই)। পরিস্থিতি অনুকূলে আসার ১৫ দিন পর এই পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এক রকম নয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের আগামী কয়েক মাস চলার মতো সামর্থ্য আছে তাদেরকে অনুরোধ করব- ফি কিস্তিতে হোক বা কিছুদিন পরে নেওয়া হোক। না হলেও দেখেন কতটা ছাড় দেওয়া যায়।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর হোসেন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.