এইচএসসি : ফল প্রকাশ ১০ থেকে ১২ আগস্টের মধ্যে

২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ থেকে ১২ আগস্টের মধ্যে প্রকাশ হতে পারে। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ১০ থেকে ১২ আগস্টের মধ্যে ফল প্রকাশ করা হবে।
প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাও পিছিয়ে যায়। এ কারণেই ফল প্রকাশের তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।