|

এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুর থেকে ওয়েবসাইটে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত ফলাফল বা মার্কশিট পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

২০২১ সালের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে বা কিভাবে ৩ বিষয়ের পরীক্ষায় পুরো ফলাফল নির্ধারণ হবে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল (সব বোর্ড) প্রকাশিত হবে।

এছাড়া এইচএসসি রেজাল্ট কিভাবে পাবেন? ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১২.১৫টার দিকে প্রকাশিত হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।

২০২১ সালের ডিসেম্বরে নেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ পরীক্ষার্থী বেশি ছিল।

২০২১ সালের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে বা কিভাবে ৩ বিষয়ের পরীক্ষায় পুরো ফলাফল নির্ধারণ হবে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২১

নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

কোন বোর্ডে পাসের হার কত

Education Boards HSC passed in 2021
Dhaka Education Board92.52 Percent
Barishal Education Board95.76 Percent
Sylhet Education Board94.80 Percent
Dinajpur Education Board92.43 Percent
Comilla Education Board97.49 Percent
Chittagong Education Board89.39 Percent
Rajshahi Education Board97.29 Percent
Jessore Education Board98.11 Percent
Mymensingh Education Board95.71 Percent
Technical Education Board92.85 Percent
Madrasa Education Board95.49 Percent

এইচএসসি ফলাফল ২০২১

পরীক্ষা :এইচএসসি ও সমমান ২০২১
ফলাফলের তারিখ :১৩ ফেব্রুয়ারির ২০২২
পরীক্ষার্থী সংখ্যা :১৩ লাখ ৯৯ হাজার+
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

এইচএসসি রেজাল্ট কিভাবে নির্ধারণ হবে

জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে এইচএসসি ও সমমানের সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

এইচএসসি মার্কশিটসহ ফলাফল দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত সময় থেকে যে কেউ ফলাফল দেখতে পারবে, এ ক্ষেত্রে কোনো এসএমএস রেজিস্ট্রেশন লাগবে। শুধু এসএমএসের মাধ্যমে ফলাফল জানতেই আগাম রেজিস্ট্রেশন করতে হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে জানতে পারবেন। বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে, SMS-এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে।

SMS-এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট জানার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Yeat টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2021

এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

  • ফলাফল দেখতে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখতে হবে।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম 3-সংখ্যার নাম লিখুন। যেমন: আপনার বোর্ড যদি ঢাকা হয় তাহলে
  • আপনাকে DHA লিখতে হবে।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখতে হবে।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার পরের বছর লিখতে হবে।
  • অবশেষে 16222 নম্বরে পাঠান। উদাহরণ: HSC<স্পেস>DHA<স্পেস>Roll<স্পেস>2022
  • সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হলে, ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে জানানো হবে।

সব শিক্ষা বোর্ডের কি-ওয়ার্ড

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদ্রাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২১

hsc result 2021 marksheet with number
এইচএসসি ফলাফল 2021 সব বোর্ড মার্কশিট

সব শিক্ষা বোর্ড

Dhaka Board :https://dhakaeducationboard.gov.bd
Comilla Board :https://comillaboard.portal.gov.bd
Barisal Board :https://barisalboard.portal.gov.bd
Sylhet Board :https://sylhetboard.gov.bd
Chittagong Board :https://web.bise-ctg.gov.bd/bisectg
Jessore Board :https://www.jessoreboard.gov.bd
Rajshahi Board :http://www.rajshahieducationboard.gov.bd
Dinajpur Board :http://dinajpureducationboard.gov.bd
Madrasa Board :http://www.bmeb.gov.bd
Bangladesh technical education board (BTEB) :http://www.bteb.gov.bd