কলেজগুলোতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম বর্ষ চূড়ান্ত পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশে প্রমোটেড দেওয়া হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, এপ্রিল থেকে মে মাসের মধ্যে একাদশ প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিন মাস ধরে শিক্ষাকার্যক্রম বন্ধ।
করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারও আপাতত সুযোগ নেই, ওই দিকে ১ম বর্ষের নির্ধারিত সময়সীমাও অতিক্রম হয়ে গেছে। এ অবস্থায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়েই অটো প্রমোশন দিয়ে দ্বাদশ শ্রেণিতে ওঠানো হয়েছে। এমনটাই খবরই আসছে বিভিন্ন মাধ্যমগুলোতে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের নানাভাবে মূল্যায়ন করেই দ্বাদশ শ্রেণিতে প্রমোশন দেয়া হচ্ছে। তাই এটাকে ঠিক ‘অটো প্রমোশন’ বলা যাবে না। এই মূল্যায়ন কিংবা প্রমোশনে শিক্ষার্থীদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।
দেশের ইতিহাসে এই প্রথম পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের এভাবে অটো প্রমোশন দেয়া হলো। অবশ্য এর আগে সিলেবাস কমিয়ে যথাযথ নিয়ম মেনে পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিশ্লেষকরা।
এদিকে, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা, মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কবে হবে, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।