এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি লিরিক্স [Ek kalema song lyrics] : সম্প্রতি ‘এক কালেমায় রুটি রুজি’ গানটি অনলাইনে ভাইরাল হয়েছে। এই গানের কথা বা লিরিক্স (lyrics)
গানের শিরোনাম : এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি – Ek kalemay ruti ruji ar ek kalemay fasi
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- এক কালেমায় মুক্ত আযাদ আরেক দাস দাসী, আরেক দাস দাসী ।।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি
- এক কালেমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ এক কালেমায় জেলের তালা রাসুলের উম্মৎ।।
- এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার এক কালেমায় আল্লাহ রাসুল সাথী হবে তার।।
- কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী-২ আরেক দাস দাসী।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই এক কালেমায় জীবন বিধান সব সমাধান পাই।।
- এক কালেমায় ধরবে জিকির আরাম আয়েশ সব এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব।।
- কোন কালেমায় বন্ধু তবে উঠবে মুখে হাসি- আরেক দাস দাসী।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- এক কালেমায় মুক্ত আযাদ আরেক দাস দাসী, আরেক দাস দাসী ।।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি ।।
- গান (Song) : এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি (Ek kalemay ruti ruji ar ek kalemay fasi)
- শিল্পী (Singer) : মশিউর রহমান (Mosiur Rahman)
- গানের কথা (Lyrics) : মোহাম্মদ রহমত উল্লাহ (Mohammad Rahmat Ullah)
- সুর (Tune) : মশিউর রহমান (Mosiur Rahman)
- কম্পজার (Composer) : মাসুম বিল্লাহ (Masum Billah)