এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ [সব বোর্ডের SSC পরীক্ষার্থীদের জন্য ১০০% কমন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর এবং ICT মডেল টেস্ট / নমুনা প্রশ্ন] এই পোস্টে দেওয়া হলো। SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের পরীক্ষা হবে ১০ মে ২০২৩ তারিখে (বুধবার)। উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। SSC পরীক্ষা শেষ হবে ২৩ মে ২০২৩ তারিখে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা পরীক্ষা শুরুর আগেই জারি করা হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২৩
Exam | SSC exam 2023 |
Exam year | 2023 |
Exam started on (Date) | 30-04-2023 |
Education board | All education boards |
Website | http://www.educationboard.gov.bd |
এসএসসি আইসিটি বইয়ের অধ্যায় সমূহ
- ১ম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- ২য় অধ্যায় : কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- ৩য় অধ্যায় : আমার শিক্ষায় ইন্টারনেট
- ৪র্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
- ৫ম অধ্যায় : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স (আংশিক)
এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ জ্ঞানমূলক প্রশ্ন – SSC ICT suggestion GK





এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ বহুনির্বাচনি – অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন
১ম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
১. কোন আবিষ্কারকের আবিষ্কারের (Computer) ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব?
ক. চার্লজ ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
২. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
৩. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিলগেটস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
৪. একুশ শতকের সম্পদ হলো-
ক. কৃষি
খ. শিল্প-বাণিজ্য
গ. জ্ঞান
ঘ. খনিজ সম্পদ
৫. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Industrialization
খ. E-mail
গ. Internationalization
ঘ. Internet
৬. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ কী?
ক. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
খ. অর্থের ব্যবহার
গ. ইন্টরনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
৭. শিল্প বিল্পব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
৮. মানুষ কোনটির উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. জ্ঞানের উপর
খ. ইচ্ছার উপর
গ. যন্ত্রের উপর
ঘ. তথ্যের উপর
৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. অ্যাডা লাভলেস
গ. চার্লজ ব্যাবেজ
ঘ. জগদীশ চন্দ্র বসু
১০. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
ক. প্রকৌশলী ও গণিতবিদ
খ. চিত্রকর
গ. গবেষক
ঘ. শিক্ষক
১১. চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
ক. ১৭৯১
খ. ১৭৯৩
গ. ১৭৯২
ঘ. ১৭৯৪
১২. চার্লজ ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮৬৯
খ. ১৮৭০
গ. ১৮৭১
ঘ. ১৮৭৪
১৩. বেতার কেন্দ্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়?
ক. ম্যাক্সওয়েল
খ. মার্ক জুকারবার্গ
গ. অ্যাডা লাভলেস
ঘ. গুগলিয়েলমো মার্কনি
১৪. কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়?
ক. আঠোরো
খ. উনিশ
গ. বিশ
ঘ. একুশ
১৫. কোন কোম্পানি প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে?
ক. আইবিএম
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. এ্যাডোবি
২য় অধ্যায় : কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
১. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. কম্পিউটার স্লো হয়ে যায়
খ. কমিউটারের গতি বেড়ে যায়
গ. এন্টিভাইরাস কাজ করে না
ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. কম্পিউটার
ঘ. ইন্টারনেট
৩. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
ক. খুবই অল্প
খ. অনেক
গ. কম
ঘ. অনেক বেশি
৪. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. আনইনস্টল
খ. হালনাগাদ
গ. রিপেয়ার
ঘ. নতুন তৈরি
৫. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে
খ. বদলালে
গ. ইন্টারনেট সংযোগ করলে
ঘ. ইন্টারনেট বন্ধ করলে
৬. টেম্পেরারি ফাইলসমূহ মুছতে কী ব্যবহার করা যায়?
ক. হার্ডওয়্যার
খ. ক্যাশমেমোরি
গ. সফটওয়্যার
ঘ. টেম্পোরারি সলভার
৭. হার্ডডিস্কের জায়গা খালি হলে-
ক. কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়
খ. কম্পিউটারের গতি কমে যায়
গ. কম্পিউটারের গতি বেড়ে যায়
ঘ. সবগুলো
৮. কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
ক. সাউন্ড বক্স
খ. গেম
গ. ওয়েব ক্যাম
ঘ. ইন্টারনেট
৯. ইন্টারনেট ব্যভহার করতে প্রয়োজন হয়-
ক. ইন্টারনেট
খ. ব্রাউজার
গ. মোবাইল
ঘ. ক্যামেরা
১০. এন্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. হার্ডওয়্যার
ঘ. ক ও খ উভয়েই
১১. এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়?
ক. সফটওয়্যার প্রতিষ্ঠানে গিয়ে
খ. কম্পিউটারে
গ. ইন্টারনেটে
ঘ. ওয়েবসাইটে
১২. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী
ক. মেমোরির জায়গা বাড়ানো
খ. কম্পিউটারে কাজের গতি বজায় রাখা
গ. কম্পিউটারের কাজের গতি কমানো
ঘ. ভাইরাস প্রতিরোধ করা
১৩. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
ক. পুরনো হয়ে যাওয়া
খ. রক্ষণাবেক্ষণের অভাব
গ. এ বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
ঘ. কম ব্যবহার করা
১৪. কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ কর?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
১৫. ডিজিটাল কপির অপর নাম কী?
ক. হার্ড কপি
খ. প্রোগ্রামিং
গ. সফট কপি
ঘ. ডিজিট কপি
৩য় অধ্যায়: আমার শিক্ষায় ইন্টারনেট
১. কনটেন্ট কী?
ক. প্রতিলিপি
খ. তথ্য আধেয়
গ. উপাত্ত
ঘ. ডেটাবেজ
২. কোন তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কী বলে?
ক. ডেটাবেজ
খ. ডিজিটাল কনটেন্ট
গ. ডেটা
ঘ. ইন্টারনেট
৩. নিবন্ধ কী ধরনের কনটেন্ট?
ক. টেক্সট
খ. শব্দ
গ. গ্রাফিক্স
ঘ. ভিডিও
৪. এনিমেশন কী ধরনের কনটেন্ট?
ক. এনালগ
খ. ডিজিটাল
গ. ই-বুক
ঘ. পিডিএফ
৫. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধরনের কনটেন্ট?
ক. শব্দ
খ. ভিডিও
গ. ছবি
ঘ. টেক্সট
৬. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক. গুগল
খ. ইউটিউব
গ. ই-কমার্স
ঘ. ই-বুক
৭. নিচের কোন যন্ত্রটিতে বর্তমানে ভিডিও ব্যবস্থা যুক্ত হয়েছে?
ক. কম্পিউটার
খ. ঘড়ি
গ. মোবাইল ফোন
ঘ. ক্যালকুলেটর
৮. ই-বুক এর পূর্ণরূপ কী?
ক. ইলেকট্রনিক্স বুক
খ. ইলেকট্র বুক
গ. ইন্টারনেট বুক
ঘ. ইলেকট্রনিক বুক
৯. ই-বই বলতে কী বোঝায়?
ক. ইন্টারনেট
খ. পত্রিকার অনলাইন ভার্সন
গ. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
ঘ. ব্লগ পোস্ট
১০. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্মার্ট ফোন
খ. যেকোনো রিডার
গ. ল্যান্ড ফোনস
ঘ. ইন্টারনেট
১১. কোনটি ই-বুক রিডারের নাম?
ক. অ্যামাজন
খ. কিন্ডল
গ. মজিলা
ঘ. ট্রোজান হর্স
১২. কোন ধরনের বইয়ে এনিমেশন যুক্ত করা যায়?
ক. পাঠ্যবইয়ে
খ. ই-বুকে
গ. গল্পের বইয়ে
ঘ. বিজ্ঞানের বইয়ে
১৩. ই-লার্নিং এর পূর্ণরূপ কী?
ক. ইলেকট্রনিক্স লার্নিং
খ. ইলেকট্রনিক লার্নিং
গ. ইলেকট্রা লার্নিং
ঘ. ইন্টারনেট লার্নিং
১৪. ইন্টারনেট থেকে বই ডাউনলোড করতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. ওপেন
খ. পিডিএফ
গ. ডাউনলোড
ঘ. ফ্রিল্যান্স
১৫. কোথায় বিন্মূল্যে বই পাওয়া যায়?
ক. দোকানে
খ. লাইব্রেরিতে
গ. ইন্টারনেটে
ঘ. স্কুলে
৪র্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
১. ওয়ার্ড প্রসেসিং-এর বাংলা অর্থ কী?
ক. বর্ণ প্রক্রিয়াকরণ
খ. শব্দ প্রক্রিয়াকরণ
গ. অর্থ শব্দ প্রক্রিয়াকরণ
ঘ. প্রসেস করা
২. লেখালেখির কাজ করাকে কী বলা হয়?
ক. ওয়ার্ড
খ. ওয়ার্ড প্রসেসিং
গ. স্প্রেডশিট এনলাইসিস
ঘ. মাইক্রোসফট অফিস
৩. নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
ক. মাইক্রোসফট একসেস
খ. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৪. নিচের কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করে?
ক. লেখালেখি করা
খ. বই পড়া
গ. ঘুড়ে বেড়ানো
ঘ. গান শোনা
৫. বহুপূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. টাইপরাইটার
গ. কম্পিউটার
ঘ. লোটাস ১, ২, ৩
৬. ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় সুবিধা কী?
ক. লেখালেখি
খ. ছবি সংযোজন
গ. এডিটিং
ঘ. সেভ করা বা সংরক্ষণ
৭. নিচের কোন কাজটি ওয়ার্ড প্রসেসরে করা যায়?
ক. লেখা পরিবর্তন
খ. লেখা সংশোধন
গ. লেখা সরানো
ঘ. সবগুলো
৮. ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. হিসাব-নিকাশের প্রোগ্রাম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৯. কোনো কিছু লেখার কাজের মানে হলো-
ক. কল্পনার জগতকে বাস্তবে নিয়ে আসা
খ. কল্পনার জগতে বসবাস করা
গ. ডকুমেন্ট তৈরি করা
ঘ. উপরের সবগুলো
১০. কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি?
ক. ওয়ার্ড প্রসসর
খ. মোবাইল
গ. আউটলুক
ঘ. কী-বোর্ড
১১. আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. ফাইল ব্যবস্থাপনা
গ. অফিস অটোমেশন
ঘ. কম্পিউটার ব্যবহার
১২. অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে?
ক. ইয়াহু
খ. ওয়ার্ড প্রসেসর
গ. ইলাস্ট্রেটর
ঘ. ফটোশপ
১৩. ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে?
ক. হোম
খ. ইনসার্ট
গ. রেফারেন্স
ঘ. অফিস বাটন
১৪. ফোন্ট বলা হয় কোনটিকে?
ক. লেখার আকারকে
খ. লেখার সাইজকে
গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে
ঘ. লেখার ধরনেকে
১৫. লেখালেখির সাজসজ্জায় প্রথম বিষয় কোনটি?
ক. বানান সংশোধন
খ. ফন্ট নির্ধারণ করা
গ. ফন্ট সাইজ নির্ধারণ
ঘ. ফন্টের রং নির্ধারণ
৫ম অধ্যায়: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
১. মাল্টিমিডিয়া কী
ক. মাধ্যম
খ. শব্দ
গ. এক মাধ্যম
ঘ. বহু মাধ্যম
২. কোনটি মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়?
ক. ইঙ্গিত
খ. মিডিয়া
গ. ছবি
ঘ. মাল্টিমিডিয়া
৩. নিচের কোনটি মাল্টিমিডিয়া?
ক. টেলিভিশন
খ. সিনেমা
গ. ওয়েবপেজ
ঘ. সবগুলো
৫. কোনটি অন্যটি থেকে পৃথক?
ক. সিনেমা
খ. ভিডিও
গ. টেলিভিশন
ঘ. রেডিও
৬. ভিডিও গেমস কী ধরনের মাল্টিমিডিয়া?
ক. ননঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
খ. মাল্টিমিডিয়া নয়
গ. সফটওয়্যার
ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
৭. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি?
ক. কম্পিউটার
খ. রেডিও
গ. মোবাইল
ঘ. টেলিভিশন
৮. নিচের কোনটি কম্পিউটারের কাজ?
ক. লেখালেখি করা
খ. তথ্য প্রক্রিয়াকরণ
গ. চিত্রের ব্যবহার
ঘ. সবগুলো
৯. কোনটিতে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা পাওয়া যায়?
ক. রেডিও
খ. কম্পিউটার
গ. টেলিফোন
ঘ. টেলিভিশন
১০. কালক্রমে কম্পিউটারে কোন দুটি মিডিয়া যুক্ত হয়?
ক. ভাষা ও বর্ণ
খ. শব্দ ও বর্ণ
গ. চিত্র ও বর্ণ
ঘ. চিত্র ও শব্দ
১১. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?
ক. স্থির
খ. টেক্সট
গ. চলমান
ঘ. শব্দ
১২. ভিডিও কার্যত এক ধরনের-
ক. গ্রাফিক্স
খ. টেক্সট
গ. বর্ণ
ঘ. স্থির গ্রাফিক্স
১৩. বর্তমানে টেক্সটের যাবতীয় কাজ কোন যন্ত্রে করা হয়?
ক. টাইপরাইটার
খ. ফটোটাইপসেটার
গ. কম্পিউটার
ঘ. স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর
১৪. নিচের কোনটি চিত্র?
ক. মোবাইল ফোন
খ. রেডিও
গ. ট্যাবলেট
ঘ. গ্রাফিক্স ডিজাইন
১৫. কোনটি গ্রাফিক্সের একটি রূপ?
ক. কম্পিউটার
খ. মোবাইল
গ. ইলেকট্রনিক মিডিয়া
ঘ. সিনেমা
- ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫ [Eid greetings status & SMS]
- ঈদ মোবারক পিকচার, শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস [Eid mubarak picture, status & SMS]
- ফিরতি ট্রেনের ঈদের অগ্রিম টিকিট ২০২৫ : বিক্রির শেষ দিন আজ
- চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
- সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ৩০ মার্চ