এসএসসি পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২১

এসএসসি পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২১ সব বোর্ড

২০২১ সালের অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের উত্তর ( MCQ ) এখানে দেয়া হলো। কার কয়টা উত্তর সঠিক হয়েছে, এখান থেকে যাচাই করে নিতে পারেন।

এসএসসি পদার্থবিজ্ঞান এমসিকিউ পরীক্ষার উত্তর ২০২১ ঢাকা বোর্ড

পরীক্ষা : এসএসসি ২০২১
শিক্ষা বোর্ড :ঢাকা বোর্ড
বিষয় : পদার্থবিজ্ঞান
সময় : ২৫ মিনিট
পূর্ণমান : ১২ (২৫ নম্বরে রূপান্তর করা হবে)
প্রশ্ন সেট : গ (তুরাগ)
পরীক্ষার তারিখ১৪-১১-২০২১ সকাল ১০টা

ssc physics mcq question answers 2021 dhaka board – question set ga ( turag )

এসএসসি পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২১ ঢাকা বোর্ড
ssc physics mcq question answers 2021 dhaka board

Dhaka board ssc physics mcq answers by serial : ১. গ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. গ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. গ।

এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২১ কুমিল্লা বোর্ড

পরীক্ষা : এসএসসি ২০২১
শিক্ষা বোর্ড : কুমিল্লা বোর্ড
বিষয় : পদার্থবিজ্ঞান
সময় : ২৫ মিনিট
পূর্ণমান : ১২ (২৫ নম্বরে রূপান্তর করা হবে)
প্রশ্ন সেট : খ (মেঘনা)
পরীক্ষার তারিখ১৪-১১-২০২১ সকাল ১০টা

ssc physics question answers 2021 mcq – comilla board – question set kha (meghna)

১। রােধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?

(ক) ব্যাস্তানুপাতে, (খ) সমানুপাতে, (গ) বর্গের ব্যাস্তানুপাতে, (ঘ) বর্গমূলের ব্যাস্তানুপাতে;

উত্তরঃ (ক) ব্যাস্তানুপাতে

২। দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্য কত?

(ক) 400 nm – 500 nm, (খ) 400 nm – 600 nm, (গ) 400 nm – 700 nm, (ঘ) 500 nm – 700 nm;

উত্তরঃ (গ) 400 nm – 700 nm

৩। একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে— i. এর রৈখিক বিবর্ধন 1, ii. বিম্বের আকৃতি খর্বিত, iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা নিচের কোনটি সঠিক?

(ক) i, (খ) ii, (গ) i ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ (গ) i ও iii

নিচের চিত্রের আলােকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

SSC Physics 2021 mcq 4 5

৪। বর্তনীর তুল্য রােধ কত ওহম হবে?

(ক) 15, (খ) 12, (গ) 7.5, (ঘ) 2.61

উত্তরঃ (গ) 7.5

৫। বর্তনীর ক্ষেত্রে-

  • i. তড়িৎ প্রবাহ 1:6 A
  • ii. সবগুলাে রােধ সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ হবে 5:29 A
  • iii. AB অংশের তুল্য রােধ AC অংশের তুল্য রােধ অপেক্ষা কম

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;

উত্তরঃ (খ) i ও iii

৬। দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রীতে রেখে আয়না হিসাবে ব্যবহার করলে ডান-বামের পরিবর্তন হয় না?

(ক) 45°, (খ) 60°, (গ) 90°, (ঘ) 120°

উত্তরঃ (গ) 90°

৭। তামার রােধকত্ব কোনটি?

(ক) 1.6 x 10-82m, (খ) 1:68 x 10-82m, (গ) 2.44 x 10-8 m, (ঘ) 5.5 x 10-82m

উত্তরঃ (খ) 1:68 x 10-82m

৮। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কতগুণ হবে?

(ক) 1/4, (খ) 1/2, (গ) 2, (ঘ) 16;

উত্তরঃ (গ) 2

৯। 2OM রােধের তিনটি রােধ পরস্পর সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রােধের মান কত ওহম হবে?

(ক) 6, (খ) 4, (গ) 0.55, (ঘ) 0.67

উত্তরঃ (ঘ) 0.67

১০। একটি বাল্বের গায়ে 100W – 220V লেখা আছে, এর অর্থ-

  • i. বাল্বটির রােধ 484
  • ii. বাল্বটি প্রতি সেকেন্ডে 100 J বিদ্যুৎ শক্তি তাপ ও আলােক শক্তিতে রূপান্তরিত করে
  • iii. বাল্বটি 0.455A বিদ্যুৎ প্রবাহিত হয়

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ঘ) i, ii ও iii

১১। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?

(ক) যান্ত্রিক শক্তি, (খ) রাসায়নিক শক্তি, (গ) আলােক শক্তি, (ঘ) গতিশক্তি

উত্তরঃ (ক) যান্ত্রিক শক্তি

১২। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা—

(ক) স্পন্দন গতি, (খ) চলন গতি, (গ) পর্যায়বৃত্ত গতি, (ঘ) ঘূর্ণন গতি

উত্তরঃ (খ) চলন গতি

১৩। যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?

(ক) 0.01 mm, (খ) 0.1 mm, (গ) 0:11 mm, (ঘ) 0.12 mm

উত্তরঃ (খ) 0.1 mm

১৪। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?

(ক) প্রধান ফোকাসে, (খ) ফোকাস তলে, (গ) গৌণ ফোকাসে, (ঘ) অসীমে;

উত্তরঃ (ঘ) অসীমে

১৫। ক্ষমতার মাত্রা কোনটি?

(ক) MLT-2 ০., (খ) ML2T-2, (গ) ML-lT-3, (ঘ) ML2T-3

উত্তরঃ (ঘ) ML2T-3

১৬। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে?

(ক) সরণ, (খ) দ্রুতি, (গ) বেগ, (ঘ) ত্বরণ

উত্তরঃ (খ) দ্রুতি

১৭। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(ক) মিটার স্কেল, (খ) স্কু গজ, (গ) স্লাইড ক্যালিপার্স, (ঘ) ভার্নিয়ার স্কেল;

উত্তরঃ (খ) স্কু গজ

১৮। লাল গােলাপ ফুল লাল দেখার কারণ—

  • i. কেবল লাল রং প্রতিফলিত করে।
  • ii. লাল রং ছাড়া সব রং শােষণ করে।
  • iii. লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি।

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ক) i ও ii

নিচের তথ্যের আলােকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

SSC Physics 2021 mcq 19 20


১৯। দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে?

(ক) 80 cm, (খ) 40 cm, (গ) 16 cm, (ঘ) 10 cm;

উত্তরঃ (ক) 80 cm

২০। AB কে দর্পণের দিকে 10 cm সরালে—

  • i. অবাস্তব বিম্ব গঠন করে
  • ii. লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে
  • iii. সােজা বিম্ব গঠন করে

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;

উত্তরঃ (খ) i ও iii

২১। সরাসরি হৃৎপিন্ডের ভিতর দিয়ে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে?

(ক) 5 mA, (খ) 8 mA, (গ) 10 mA, (ঘ) 20 mA

উত্তরঃ (গ) 10 mA

২২। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়?

(ক) u2 = v2 – 2gh, (খ) v = u + gt, (গ) v2 = 2 – 2gh, (ঘ) h = ut +: gt2;

উত্তরঃ (গ) v2 = 2 – 2gh

২৩। 40 m উঁচু দালানের ছাদ থেকে কোনাে বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?

(ক) 784 ms-1, (খ) 28 ms-1, (গ) 19.79 ms-1, (ঘ) 14 ms-1;

উত্তরঃ (খ) 28 ms-1

২৪। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?

(ক) সরণ, (খ) অতিক্রান্ত দূরত্ব, (গ) বেগ, (ঘ) দ্রুতি

উত্তরঃ (ক) সরণ

২৫। সাধারণ যে ব্যাটারী সেলগুলাে ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত?

(ক) 4.5 V, (খ) 3.5 V, (গ) 1.5 V, (ঘ) 1:25 V

উত্তরঃ (গ) 1.5 V

ssc physics mcs question answers 2021

lh2OzO0

SSC question answer 2021 – Physics – Dhaka Board

SSC physics solutions of other boards >> click on : https://edudaily24.com/en/ssc-physics-question-solution-2021-mcq/