এসএসসি পরীক্ষায় কত পেলে পাস, কত নাম্বারে কি গ্রেড?

Rate this post

নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় কত পেলে পাস, কত নাম্বারে কি গ্রেড? এ ব্যাপারে অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রশ্ন করেন। কারণ ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা স্বাভাবিকের চেয়ে অনেক কম নাম্বারে ও সংক্ষিপ্ত সিলেবাসে নতুন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে। বিষয় ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র ১০০ নম্বরের পরিবর্তে ৪৫, ৫৫ ও ৫০ নম্বরে হচ্ছে ।

সাধারণত অধিকাংশ ১০০ নম্বরের পরীক্ষা হয় স্বাভাবিক সময়ে। কিন্তু করোনার কারণে ক্লাস ঠিকভাবে না হওয়ায় কয়েক বছর ধরে স্বাভাবিক সময়ের মতো পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিষয়ভেদে ৪৫, ৫৫ ও ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। কোন বিষয়ে কত নম্বর বরাদ্দ ও এগুলোর পাস নম্বর এখন কতো এবং কত নাম্বার পেলে কি গ্রেড – সে ব্যাপারে নিচে আলোচনা করা হয়েছে।

যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৪৫

  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান
  • উচ্চতর গণিত
  • গার্হস্থ্য বিজ্ঞান 
  • কৃষি শিক্ষা

যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৫০

  • ইংরেজি প্রথম পত্র
  • ইংরেজি দ্বিতীয় পত্র

যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৫৫

  • বাংলা প্রথম পত্র
  • বাংলা দ্বিতীয় পত্র
  • গণিত
  • পৌরনীতি
  • অর্থনীতি
  • ইতিহাস
  • ভূগোল
  • হিসাব বিজ্ঞান
  • ব্যবসায় উদ্যোগ
  • ফিন্যান্স ও ব্যাংকিং

৪৫ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কত গ্রেড ও পাস নাম্বার

A+  ৩৬ নম্বর,

A ৩১.৫ নম্বর,

A- ২৭ নম্বর,

B ২২.৫ নম্বর,

C ১৮ নম্বর,

বিষয় ভিত্তিক GPA GradeNumber
A+ ৩৬ নম্বর
A৩১.৫ নম্বর
A-২৭ নম্বর
B২২.৫ নম্বর
C১৮ নম্বর
D (পাস নাম্বার)১৫ নম্বর
SSC GPA grade and pass number out of 45

৫০ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কত গ্রেড ও পাস নাম্বার

বিষয় ভিত্তিক GPA GradeNumber
A+ ৪০ নাম্বার
A৩৫ নাম্বার
A-৩০ নাম্বার
B২৫ নাম্বার
C২০ নাম্বার
D (পাস নাম্বার)১৬ নাম্বার
SSC GPA grade marks chart and pass number out of 50

৫৫ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কত গ্রেড ও পাস নাম্বার

বিষয় ভিত্তিক GPA GradeNumber
A+ ৪৪ নাম্বার
A৩৮.৫ নাম্বার
A-৩৩ নাম্বার
B২৭.৫ নাম্বার
C২২ নাম্বার
D (পাস নাম্বার)১৯ নাম্বার
SSC GPA grade and pass number out of 50

২০২২ সালের এসএসসিতে পরীক্ষা হয়নি যেসব বিষয়ে

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • বিজ্ঞান
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • ধর্ম ও নৈতিক শিক্ষা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.