২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট (SSC result 2023) প্রকাশ ২৮ জুলাই ২০২৩ তারিখে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ১৯ জুলাই ২০২৩ তারিখে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনা পাঠিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী আগামী ২৮ জুলাই ফল প্রকাশ করা হবে। আমরা ২৫ থেকে ২৭ জুলাই ২০২৩ তারিখের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়ে সম্মতি দিয়েছে। তাই সেদিনই ফল প্রকাশ করা হবে।
তপন কুমার সরকার বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন সেই তারিখে ফল প্রকাশ করতে হবে।
জানা গেছে, শুক্রবার ফল প্রকাশের নজির নেই।
পরীক্ষা | মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান |
সাল | ২০২৩ |
পরীক্ষার্থী | ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন |
পরীক্ষার তারিখ | ৩০ এপ্রিল থেকে ২৮ মে ২০২৩ |
এসএসসি ফলাফল | ২৮ জুলাই ২০২৩ |
ফলাফলের ওয়েবসাইট | http://www.educationboardresults.gov.bd |
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
শিক্ষা বোর্ডসমূহের নাম | শিক্ষা বোর্ডসমূহের লিংক |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড | http://www.bteb.gov.bd |
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা | http://dhakaeducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম | http://www.bise-ctg.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা | http://www.comillaboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী | http://www.rajshahieducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর | http://www.jessoreboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল | http://www.barisalboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট | http://sylhetboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর | http://www.dinajpureducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ | https://www.mymensingheducationboard.gov.bd |