বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (BRTC job circular 2023) প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে বাস/ট্রাক চালক (অপারেটর) গ্রেড-সি পদে ২৫০ জন নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC)।
প্রতিষ্ঠান : | বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) / BRTC |
মোট পদের সংখ্যা : | ২৫০টি |
চাকরির ধরন | অস্থায়ী |
আবেদনের মাধ্যম : | সরাসরি/কুরিয়ার/ডাকযোগে |
আবেদন শুরুর তারিখ : | ১৬ জুলাই ২০২৩ |
আবেদনের শেষ তারিখ : | ১৪ আগস্ট ২০২৩ |
আবেদন ফি : | ৩০০ টাকা |
ওয়েবসাইট : | brtc.gov.bd |
সরাসরি/কুরিয়ার/ডাকযোগে আবেদন করতে হবে ১৬ জুলাই থেকে ১৪ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মোহাম্মদ সাইদুর রহমান, (উপসচিব), জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.), বিআরটিসি, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।
‘চেয়ারম্যান বিআরটিসি’ ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ বরাবর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।