এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৪ সব বোর্ড | SSC Bangla 2nd paper suggestion 2023 pdf

সব বোর্ডের এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৪ [SSC Bangla 2nd paper suggestion 2024] এখানে দেওয়া হলো। ইতোমধ্যে এসএসসি রুটিন ২০২৪ pdf [বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা] প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। 

 

এসএসসি পরীক্ষা ২০২৪

পরীক্ষা এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল ২০২৪
পরীক্ষা শুরুর তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বোর্ড সব শিক্ষা বোর্ড
ওয়েবসাইট http://www.educationboard.gov.bd
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪

 

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৪ / SSC Bangla 2nd paper suggestion 2024

 

অনুচ্ছেদ রচনা

১. বিজয় দিবস
২. যানজট / সড়ক দুর্ঘটনা
৩. নারীশিক্ষা
৪. করোনা
৫. পরিবেশ দূষণ
৬. বাংলা নববর্ষ
৭. খাদ্যে ভেজাল
৮. ইন্টারনেট / বিজ্ঞান
৯. বিশ্বায়ন

 

সারাংশ

১. মানুষের মূল্য কোথায়? … চরিত্রে…
২. অতীত ভুলে যাও… অতীতের দুশ্চিন্তার…
৩. জাতিকে শক্তিশালী… শ্রেষ্ঠ ধন-সম্পদশালী…
৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে
৫. তুমি জীবনকে সুন্দর করতে চাও? ভালো কাজ…

 

সারমর্ম

  • ১. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
  • ২. বসুমতি কেন তুমি এতই কৃপণা
  • ৩. বহুদিন ধরে বহুক্রোশ দূরে
  • ৪. দৈন্য যদি আসে আসুক
  • ৫. কোথায় স্বর্গ কোথায় নরক
  • ৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো

 

 

ভাব-সম্প্রসারণ

  • ১. কীর্তিমানের মৃত্যু নেই
  • ২. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ
  • ৩. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
  • ৪. নানান দেশের নানান ভাষা
  • ৫. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন

 

 

আবেদন পত্র

  • ১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
  • ২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
  • ৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
  • ৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
  • ৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন

 

 

ব্যক্তিগত পত্র

  • ১. এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
  • ২. সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ।
  • ৩. ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
  • ৪. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ।

 

 

প্রতিবেদন তৈরি

  • ১. বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
  • ২. মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
  • ৩. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
  • ৪. তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
  • ৫. ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।

 

প্রবন্ধ রচনা

  • ১. করোনা (Covid-19)
  • ২. দেশপ্রেম
  • ৩. পরিবেশ দূষণ
  • ৪. শ্রমের মর্যাদা
  • ৫. জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
  • ৬. দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান

 

 

সব বোর্ডের এসএসসি বাংলা ২য় পত্র গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন

১. ‘কোমর বাঁধা’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. সংকীর্ণমনা লোক
খ. সফলতা লাভ
গ. দৃঢ় সংকল্প
ঘ. সৌভাগ্য লাভ

২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যুগ্মধ্বনি

৩. ‘উ’ উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
গ. উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ

৪. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
ক. খঞ্জ
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংজ্ঞা

৫. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
খ. যতি সংস্থাপন
গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

 

৬. ‘আরু’ প্রত্যয় যোগে গঠিত শব্দ—
ক. ধুনারি
খ. বোমারু
গ. শুনানি
ঘ. পূজারি

৭. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম –
ক. সমাস
খ. কারক
গ. বাচ্য
ঘ. বচন

৮. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. অনুম্বার
ঘ. স্বরসন্ধি

৯. কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলে-
ক. পদাত্মক দ্বিত্ব
খ. অনুকার দ্বিত্ব
গ. ধন্যাত্মক দ্বিত্ব
ঘ. পুনরাবৃত্ত দ্বিত্ব

১০. ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক কী রয়েছে?
ক. জোড়শব্দ
খ. শব্দদ্বিত্ব
গ. প্রতিশব্দ
ঘ. সংখ্যাশব্দ

১১. যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাকে বলে-
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. সাধিত শব্দ
ঘ. মৌলিক শব্দ

১২. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক. ভাববাচক বিশেষ্য
খ. গুণবাচক বিশেষণ
গ. গুণবাচক বিশেষ্য
ঘ. ভাব বিশেষণ

১৩. ব্যক্তি, বন্ধু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম হয়?
ক. পারস্পরিক
খ. সকলবাচক
গ. অনির্দিষ্ট
ঘ. নির্দেশক

 

১৪. ‘খুব ভালো খবর’ – এই বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?
ক. ভাববাচক বিশেষণ
খ. প্রশ্নবাচক বিশেষণ
গ. উপাদানবাচক বিশেষণ
ঘ. অবস্থাবাচক বিশেষণ

১৫. পারভেজ বই পড়ে— এ বাক্যের ক্রিয়াটি-
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. সমাপিকা

১৬. ‘কখনো বা দেখা হবে।’- এই বাক্যে ‘বা’ কোন ক্রিয়াবিশেষণ?
ক. পদাণু
খ. ধরনবাচক
গ. কালবাচক
ঘ. স্থানবাচক

১৭. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি
খ. বলে, কয়ে
গ. অভিমুখে, কাছে
ঘ. জোরে, আস্তে

১৮. ‘ও’ বর্ণটি যখন পদ বা বাক্যকে সংযুক্ত করে তখন ‘ও’- কে বলে-
ক. প্রত্যয়
খ. সন্ধি
গ. বিভক্তি
ঘ. যোজক

১৯. যে ধরনের শব্দ সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে-
ক. সম্বোধন আবেগ
খ. প্রশংসা আবেগ
গ. অলংকার আবেগ
ঘ. বিস্ময় আবেগ

২০. ‘ছুঁয়োনা ছুঁয়োনা গুটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন্ শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক. ছুঁয়োনা
খ. ওটি
গ. লজ্জাবতী
ঘ. লতা

২১. বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে?
ক. -য়ে, -এ
খ. -য়, -অ
গ. -কে, -রে
ঘ. দ্বারা, দিয়ে

২২. ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তির উদাহরণ হচ্ছে-
ক. – ইয়ে
খ. – আতে
গ. – আলে
ঘ. – লে

২৩. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
ক. বাক্য
খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়

২৪. একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২৫. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে—
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ডবাক্য

২৬. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক

২৭. যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে—
ক. কর্তাবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তাবাচ্য

২৮. আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ক্রিয়ার পরিবর্তন করতে হয়-
ক. স্থান অনুযায়ী
খ. কাল অনুযায়ী
গ. সর্বনাম অনুযায়ী
ঘ. ভাব অনুযায়ী

২৯. ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে-
ক. পশুদের রাজা
খ. হরিণদের রাজা
গ. বানরের রাজা
ঘ. সিংহ

৩০. কোনটি বাগযন্ত্র?
ক. পাকস্থলী
খ. ফুসফুস
গ. পিত্তকোষ
ঘ. যকৃৎ

S