২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন ৩১ জুলাই ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত রুটিন ইতোমধ্যে প্রস্তত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পরই এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা আগামী ১ অক্টোবরের মধ্যে শেষ হবে। তবে কারিগরি-মাদরাসার পরীক্ষা আরো ২ দিন বেশি চলবে। সে কারণে আলাদা ৩টি রুটিন তৈরি করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার রুটিন ২৬ জুলাই অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এসএসসি ২০২২-এ কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা
উপরে উল্লিখিত বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ৭ দিন পর্যন্ত স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকালে কোনো পরীক্ষা হবে না।
প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। মাদরাসা ও কারিগরিতে আরও দুই দিন পর এ পরীক্ষা শেষ হতে পারে। এ দুই স্তরে সকাল-বিকেল পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করে তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
২৬ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতঃপর মন্ত্রাণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদনের পর ৩১ জুলাই ২০২২ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
২৭ জুলাই চূড়ান্ত রুটিন অনলাইনে প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীরা http://dhakaeducationboard.gov.bd (ঢাকা বোর্ড) অথবা অন্য যেকোনো সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রুটিন (pdf) ডাউনলোড করতে পারবেন। দাখিল পরীক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bmeb.gov.bd) ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bteb.gov.bd) থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন।
কমন বিষয়গুলোর পরীক্ষায় সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে-
SSC Subject Name | Exam Date | Time / Schedule |
Bangla 1st paper | 15 September 2022 | 11:00 am to 1:00 pm |
Bangla 2nd paper | 17 September 2022 | 11:00 am to 1:00 pm |
English 1st paper | 19 September 2022 | 11:00 am to 1:00 pm |
English 2nd paper | 20 September 2022 | 11:00 am to 1:00 pm |
Math | 22 September 2022 | 11:00 am to 1:00 pm |
আবশ্যিক বিষয়ের পাশাপাশি বিজ্ঞান বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-
SSC Subject Name | Exam Date | Time / Schedule |
Physics | 24 September 2022 | 11:00 am to 1:00 pm |
Chemistry | 26 September 2022 | 11:00 am to 1:00 pm |
Higher Math | 1 October 2022 | 11:00 am to 1:00 pm |
Biology | 28 September 2022 | 11:00 am to 1:00 pm |
আবশ্যিক বিষয়ের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-
SSC Subject Name | Exam Date | Time / Schedule |
Finance and Banking | 24 September 2022 | 11:00 am to 1:00 pm |
Business Entrepreneurship | 26 September 2022 | 11:00 am to 1:00 pm |
Accounting | 29 September 2022 | 11:00 am to 1:00 pm |
আবশ্যিক বিষয়ের পাশাপাশি মানবিক বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-
SSC Subject Name | Exam Date | Time / Schedule |
History of Bangladesh & World civilization | 24 September 2022 | 11:00 am to 1:00 pm |
Civics and Citizenship | 26 September 2022 | 11:00 am to 1:00 pm |
Economics | 28 September 2022 | 11:00 am to 1:00 pm |
এসএসসি পরীক্ষার্থীরা http://dhakaeducationboard.gov.bd (ঢাকা বোর্ড) অথবা অন্য যেকোনো সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রুটিন (pdf) ডাউনলোড করতে পারবেন। দাখিল পরীক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bmeb.gov.bd) ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bteb.gov.bd) থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন।
Admission Admission test Bangladesh Bank bangladesh railway bcs dhaka education board Dhaka University dpe education board Government Job hsc hsc exam job circular ministry of education national university ntrca nu primary school psc question solution scholarship ssc ssc exam world cup এইচএসসি এনটিআরসিএ এসএসসি এসএসসি পরীক্ষা করোনা ভাইরাস জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসি প্রশ্ন সমাধান প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলাফল বিসিএস ভর্তি ভর্তি পরীক্ষা ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন সরকারি চাকরি
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।