ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – ১০০০টি পদ

Rate this post

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। দেশের প্রথম সারির ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক পার্কের ওয়ালটন প্লাজায় প্লাজা অ্যাসোসিয়েট পদে ১০০০ জন নিয়োগ দেয়া হবে । আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে ২৬ মে ২০২২ তারিখের মধ্যে।

  • প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন
  • পদের নাম : প্লাজা অ্যাসোসিয়েট।
  • পদের সংখ্যা : ১০০০টি।
  • আবেদন যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। অভিজ্ঞতা সম্পন্নদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বয়স, শর্ত ও অভিজ্ঞতা

প্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের যেকোনো ওয়ালটন প্লাজায় কাজের আগ্রহ থাকতে হবে।

বাইসাইকেল চালানো জানা থাকতে হবে। তবে মোটরসাইকেল চালনায় দক্ষ হলে অগ্রাধিকার পাবেন।

যেসব কাগজপত্র লাগবে

সিভি বা জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ১কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি।

আবেদনপত্র পাঠানের ঠিকানা

বিভাগীয় প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ (ওয়ালটন প্লাজা), করপোরেট অফিস, ব্লক-আই, রোড-সাবরিনা সোবহান ৫ম এভিনিউ বসুন্ধরা, ভাটারা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ : ২৬ মে,২০২২।

Walton job circular 2022

walton job circular 2022 plaza associate 1000 posts
walton job circular 2022 plaza associate 1000 posts

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *