ফিচার

কলেজ পরিবর্তন ও বোর্ড পরিবর্তন

Rate this post

ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নিয়ে কলেজ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। কলেজ পরিবর্তনে আগ্রহী একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২১ থেকে অনলাইনের মাধ্যমে ই-টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) আবেদন করতে পারবেন। পাশাপাশি গতানুগতিক পদ্ধতিতে (ম্যানুয়ালি) টিসির আবেদনও করা যাবে।

# অনলাইনে টিসি আবেদনের পদ্ধতি বা নিয়মাবলী :
সরাসরি https://erp.dhakaeducationboard.gov.bd/index.php/tc লিংকে শিক্ষার্থী কতৃক টিসি (TC) ফরম সঠিক ভাবে পূরণ করে “Submit your application” বাটনে ক্লিক করবে এবং সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিবে। টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে। এরপর ভর্তিচ্ছু প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেবার জন্য একটি SMS পাবে। অতঃপর বোর্ড কতৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আর একটি SMS পাবে। তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে e-TC থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে।
আবেদনটি কোথায় কি অবস্থায় আছে ও সোনালী সেবার স্লিপ প্রিন্ট করতে Transfer certificate status বাটন ক্লিক করে রোল, রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি কোড দিয়ে লগইন করলে দেখা যাবে।

# কলেজ পরিবর্তন ও বোর্ড পরিবর্তন :
কলেজ পরিবর্তনের আবেদন অনলাইনে করা যাবে; তবে বোর্ড পরিবর্তনের আবেদন অনলাইনে করা যাবে না। বোর্ড পরিবর্তন করতে হলে ম্যানুয়াল পদ্ধতিতে করতে হবে।

ম্যানুয়ালি আবেদন (বিটিসি) করে ঢাকা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীরা অন্য বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইলে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে বিটিসি ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে উভয় কলেজের অধ্যক্ষের সুপারিশসহ ঢাকা বোর্ডে জমা দিয়ে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করতে হবে।
অন্য যে কোনো শিক্ষা বোর্ড থেকে আসা শিক্ষার্থীরাও একইভাবে ফরম পূরণ করে ভর্তিচ্ছু কলেজের অধ্যক্ষের সুপারিশ এবং পূর্ববর্তী শিক্ষা বোর্ডের বিটিসি আদেশের কপিসহ ফরমের নির্দেশনা মোতাবেক ঢাকা বোর্ডে জমা দিয়ে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করবেন।

>> বোর্ড পরিবর্তনের ফরম ও দরকারি নির্দেশনা (মোট ২ পৃষ্ঠা, পিডিএফ) পাওয়া যাবে এই লিংকে : https://www.dhakaeducationboard.gov.bd/data/20181202123909385248.pdf

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *