এসএসসি ফরম ফিলাপ কত টাকা ২০২৩ : SSC 2024 ফি তালিকা

২০২৪ সালের পরীক্ষার্থীদের এসএসসি ফরম ফিলাপ কত টাকা [ফি তালিকা], এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড সহ সব সাধারণ শিক্ষা বোর্ড। এসএসসি ফরম ফিলাপ ফি ও সময়সূচি এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩০ অক্টোবর থেকে, অনলাইনে ফরম পূরণ কার্যক্রম চলবে ৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

 

বিভাগ ভিত্তিক ফরম পূরণ ফি

এবছর বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে এ বছর ২ হাজার ২০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।

৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ফি প্রদান করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯ থেকে ১৩ নভেম্বর ২০২৩। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

এসএসসি ফরম পূরণ ফি

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি ২ হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি ২ হাজার ২০ টাকা।

বিভাগ ফরম পূরণের ফি
বিজ্ঞান ২,১৪০ টাকা
ব্যবসায় শিক্ষা ২,০২০ টাকা
মানবিক ২,০২০ টাকা
এসএসসি রেজিস্ট্রেশন ফি – SSC registration fee 2023

 

  • ২০২৩ সালের SSC পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

 

 

জিপিএ উন্নয়ন / মানোন্নয়ন / SSC improvement exam

২০২২ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে, অন্যথায় আগের ফল বহাল থাকবে।

 

 

বহিষ্কৃত পরীক্ষার্থীর করণীয়

 

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

 

 

এসএসসি পরীক্ষার্থীদের জন্য দরকারি তথ্য

 

  • ২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  • সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

 

 

 

এসএসসি ফরম ফিলাপ কত টাকা ২০২৩ [ফির তালিকা]

 

SSC form fill up fee chart and notice 2023 (1) - এসএসসি ফরম পূরণ ২০২৩ ফি নির্ধারণ ও সুযোগ ৪ জানুয়ারি পর্যন্ত
SSC form fill up fee chart and notice 2023 (1)

 

 

 

ssc form fill up 2023 2
SSC form fill up fee chart and notice 2023 (2)

 

 

ssc form fill up 2023 3
SSC form fill up fee chart and notice 2023 (3)

 

ssc form fill up 2023 4
SSC form fill up fee chart and notice 2023 (4)

 

 

SSC form fill up fee chart and notice 2023

 

 

 

এসএসসি ফরম ফিলাপ করতে কোন বিভাগে কত টাকা লাগবে ২০২৩

এসএসসি ফরম ফিলাপ করতে বিজ্ঞান বিভাগে ২,১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২০২০ টাকা লাগবে।