এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় 'ঘাগটিয়া চালা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের' আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) কাপাসিয়ার ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণীর ৫৭০ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ঘাগটিয়া চালা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রতিভা আদর্শ একাডেমি,কামারগাঁও স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তারেক, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ঘাগটিয়া চালা জুনিয়র মডেল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান (এম.কম), কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ড. এম এ হাসান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন খিরাটী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন।
এ সময় হল সুপারের দায়িত্বে ছিলেন সাকসেস মডেল একাডেমী প্রধান শিক্ষক লুৎফর রহমান তারা মিয়া, সিঙ্গুয়া প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক
জাকির হোসেন, গিয়াস উদ্দিন ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মালেক মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকগণ।