সবুজ আহমেদ: ১২ ডিসেম্বর শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জনসম্পৃক্ত কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এবং আমি নির্বাচিত হলে কাপাসিয়ায় কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনে মা-বোনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরিহ মা-বোনদের বিভ্রান্ত করছে। বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতি করে না। কর্মজীবী নারীদের কর্মঘন্টা কমিয়ে দেয়ার নামে তাদের সাথে প্রতারণা করছে। এতে তারা কর্মশূণ্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ঘরবন্দি হয়ে পড়বে। তারা সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদের জান্নাত পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে।
এছাড়াও মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন। তাতে জায়গা জমির দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হবে। হান্নান শাহ পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে কাপাসিয়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দোয়া করা হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির সদস্য মো: দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার, বিএনপি নেতা আব্দুল হামিদ মাঝি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরণ বাদশাসহ প্রমুখ নেতৃবৃন্দ।