এ এইচ সবুজ, গাজীপুর: বাতিলের কাছে ছাত্রশিবির কখনো মাথানত করে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশাল ছাত্র-যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৫ ডিসেম্বর ) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু.সালাউদ্দিন আইউবী।
এ সময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। গাজীপুর জেলা জামায়াতের আমীর ড.মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন, মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,গাজীপুর মহানগরের ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি মু. ইকবাল কবির, ভিপি খায়রুল আনামসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই দেশের ইতিহাস, ঐতিহ্য বার বার হুমকির সম্মুখীন হয়েছে। বাতিলের কাছে ছাত্রশিবির কখনো মাথা নত করেন নাই। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বার বার জীবন দিয়েছে। ফ্যাসাবাদী হাসিনা যা রেখে গেছে আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁধে নিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে।
তিনি বলেন, এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুনগত পরিবর্তন চায়। মানুষের মেন্ডেটকে যথাযথ কাজে লাগাতে হবে, হানাহানি বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় সঠিক ছিল। তারা বুঝতে পেরেছে,আগামী নির্বাচনে মানুষ সঠিক রায় দিবে। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ২০২০-২১ সালে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিক ভাবে তার পরিচয় রয়েছে। যুবকদের ভূমিকা কখনো বিফলে যায়নি। ফ্যাসিবাদীরা আমাদের অনেক ভাইদের গুম, খুন করেছে, তাতে অগ্রযাত্রা থামানো যায়নি। আজ একটি রাজনৈতিক দল পশুর চেয়ে নিকৃষ্ট শ্লোগান দেয়। 'একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর'। আমাদের যারা নিষিদ্ধ করেছিল, তারা আজ নাই।
একমাত্র আল্লাহ ছাড়া আমরা কোনো অপশক্তির কাছে মাথানত করি না। কাপাসিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের মূল্যবান সম্পদ রয়েছে, বিগত দিনে তা লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে। উপস্থিত ছাত্র-যুবকদের ভালো ছাত্র, ভালো সন্তান ও ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। ইসলামের বিরুদ্ধে একটি গোষ্ঠী বার বার ষড়যন্ত্র করেছে, আজও তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
মহান আল্লাহ তায়ালা নারীদের ইসলামে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠায় আয়েশা (আ:) এর অনেক বড় ভূমিকার উদাহরণ দিয়ে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে,ক্ষমতায় আসলে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীরা ডাকসুতে যা চেয়েছে তা-ই হয়েছে। আমাদের অনেক রক্ত ঝড়েছে কিন্তু রক্ত দেয়া এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু বিগত দিনের কম্বল চুরি ও দুর্নীতি এখনো শেষ হয়নি। শপথ নিতে হবে, ভালো হতে হবে।
আগামীদিনে দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। ভুল মানুষকে ভোট দিবেন না, বড় বড় জায়গায় আজ চাঁদাবাজি হয়। সঠিক জায়গায় ভোট না দিলে চাঁদাবাজি হবেই। আমরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি, আপনারা এলাকায় দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরা তাদের পছন্দের লোকদের ভোট দিয়েছে।
দাড়িপাল্লায় ভোট দেয়ার জোয়াড় উঠেছে। বিগত দিনে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, বিসিএস দলীয় করন করা হয়েছিল। আবার ৫ বছর পর এ এলাকায় দেখতে আসবো। দলীয় নেতৃবৃন্দদের নিজ নিজ জায়গায় থেকে কাজ করার আহ্বান জানান।
সালাহউদ্দিন আইউবী তার বক্তব্যে প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তোরণ ভেঙে দিয়ে আপনাদের নিজেদেরই মাজা ভেঙে দিয়েছেন। এখন ধানের শীষের সময় শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ দাড়িপাল্লা। তোরণ ভেঙে দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে দাড়িপাল্লা প্রতীক মুছে ফেলতে পারবেন না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলীয় নেতা কর্মীদের নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান।
