কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ১৩ ক্যাটাগরির পদে মোট ৩০৯ জনকে নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে অফিস সহায়ক (১১৭টি পদ) ও লাইব্রেরিয়ান (৫০টি) পদে। অনলাইনে আবেদন করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে।
প্রতিষ্ঠানের নাম : কারিগরি শিক্ষা অধিদপ্তর
মোট পদের সংখ্যা : ৩০৯টি।
আবেদন শুরু : ৭ অক্টোবর ২০২১।
আবেদনের শেষ তারিখ : ২৭ অক্টোবর ২০২১।
আবেদন ফি : পদভেদে ১১২ টাকা / ৫৬ টাকা।
আবেদন লিংক : http://dtev.teletalk.com.bd
জুন (২০২১) মাসের সার্কুলার >> কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিশষ্ঠানে স্থায়ী/অস্থায়ী রাজস্বখাতে ২৪ ক্যাটাগরির পদে মোট ২৮১ জনকে নিয়োগ দেয়া হবে।
সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে ল্যাবরেটরি সহকারী (বিজ্ঞান) পদে (৯৮টি পদ)।
আবেদন শুরুর তারিখ | ৫ জুলাই ২০২১ |
আবেদনের শেষ তারিখ : | ৩১ জুলাই ২০২১ বিকাল ৫টা |
** নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৪ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ প্রতিদিন ও সমকাল পত্রিকায়।
মে (২০২১) মাসে ২১৮১টি পদে নিয়োগের লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ২১৮১ জন ইনস্ট্রাক্টর নিয়োগ দেয়া হবে।
>> ২১৮১ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২২ জুন ২০২১ তারিখে প্রকাশ
১. ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) – ১০৫৭টি পদ।
২. ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক) – ১০১৯টি পদ।
৩. ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) – ১০৫টি পদ।
অনলাইনে আবেদনের লিংক : http://dter.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ | ৫ মে ২০২১ |
আবেদন শেষ তারিখ | ২৫ মে ২০২১ |
Directorate of Technical Education Job Circular 2021 in 2181 posts :
>> ৩ মে ২০২১ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির pdf কপি ডাউনলোড করতে ক্লিক করুন : http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/06f718ca_c9e9_4562_8c97_36b0ddc92221/recruitment-notice-2181-partial.pdf
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের (সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল) ১৬ ক্যাটাগরির পদে ৭৬টি শূন্য পদে (অস্থায়ী) রাজস্বখাতে সরাসরি নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
>> কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৬৮ পদে নিয়োগ পরীক্ষার (লিখিত) ফলাফল ৫ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে, লিংক (৫ পৃষ্ঠা, pdf) : http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/e690ad7d_0bfa_43d2_abb9_98093b88f8bf/153%20memo%20written%20result.pdf
কলেজগুলো হলো : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।
>> প্রবেশপত্র ডাউনলোড : http://dtev.teletalk.com.bd
পদের নাম ও পদের সংখ্যা :
১. এসিস্টেন্ট লাইব্রেরিয়ান (৪টি)
২. প্রধান সহকারী (৪টি)
৩. হিসাব রক্ষক (৪টি)
৪. স্টোর কিপার (৪টি)
৫. ক্যাশিয়ার (৩টি)
৬. ইলেক্ট্রিশিয়ান (৪টি)
৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৬টি)
৮. ক্যাটালগার (৩টি)
৯. পিএবিএক্স অপারেটর (৩টি)
১০. ওয়ার্কশপ এটেনড্যান্ট (৬টি)
১১. ওয়ার্কশপ এসিসস্ট্যান্ট (প্রকৌশল) (১৬টি)
১২. ল্যাব এটেনড্যান্ট (২টি)
১৩. ল্যাব এসিসস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন) (৬টি)
১৪. ক্যাশ সরকার (২টি)
১৫. মেসেঞ্জার পিওন (বার্তাবাহক) (৩টি)
১৬. অফিস সহায়ক (৬টি)
আবেদনের সময়সীমা : ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।
আবেদন ফি : পদভেদে ১১২ টাকা ও ৫৬ টাকা।
লিখিত পরীক্ষার তারিখ : ৫ মার্চ ২০২১।
>> আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ দেখুন এই লিংক থেকে (pdf ফাইল, ৪ পৃষ্ঠা) : http://dteeng.teletalk.com.bd/pdf/977103089circular.pdf
………………………
৫৩৩ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি ৬ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ ক্যাটাগরিতে ৫৩৩ জনকে নিয়োগ দেয়া হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সদ্য চালুকৃত ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজে রাজস্বখাতে শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেয়া হবে।
▪️ মোট পদ সংখ্যা : ৫৩৩টি
▪️ আবেদনের সময়সীমা : ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি ২০২১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
▪️ অনলাইনে আবেদনের লিংক: http://dtev.teletalk.com.bd
পদের নাম ও পদ সংখ্যা :
১. ধর্ম শিক্ষক (ইসলাম) (গ্রেড-১১) – ৫৫টি পদ
২. লাইব্রেরিয়ান (গ্রেড-১৩) – ২৩টি
৩. লাইব্রেরিয়ান (গ্রেড-১৪) – ১৫টি
৪. হিসাব রক্ষক (গ্রেড-১৪) – ৯টি
৫. ইউডিএ কাম একাউনটেন্ট (গ্রেড-১৫) – ৯টি
৬. এলডিএ কাম স্টোরকিপার (গ্রেড-১৬) – ২৫টি
৭. সহকারী কাম-স্টোরকিপার (গ্রেড-১৬) – ১০টি
৮. অফিস সহকারী কাম স্টোরকিপার (গ্রেড-১৬) – ১৭টি
৯. এলডিএ কাম-টাইপিস্ট (গ্রেড-১৬) – ১টি
১০. সহকারী কাম-টাইপিস্ট (গ্রেড-১৬) – ৩টি
১১. কেয়ার টেকার (গ্রেড-১৬) – ২৩টি
১২. ক্রাফট ইন্সট্রাক্টর (সপ) (গ্রেড-১৭) – ৩৯টি
১৩. ক্রাফট ইন্সট্রাক্টর (ল্যাব) (গ্রেড-১৭) – ৮টি
১৪. অফিস সহায়ক (গ্রেড-২০) – ২২৪টি
১৫. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) – ৭০টি
>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri