১৩৫৭ পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ (চূড়ান্ত) প্রকাশিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের লক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ৫ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে মুক্তিযোদ্ধা কোটার প্রমাণপত্রসহ অন্যান্য কোটার স্বপক্ষে প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ সহ প্রয়োজনীয় তথ্যাদি যাচাই সাপেক্ষে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। পরবর্তীতে যেকোনো ধরনের ভুলক্রুটি ধরা পড়লে তার সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
DAE job exam result 2022 pdf download link : http://www.dae.gov.bd/sites/default/files/files/dae.portal.gov.bd/notices/38800a6f_79ac_4e7b_8e90_efbba32cf4fc/2023-01-05-11-00-159f43e3ea58393cb9520c1b3819efd1.pdf