গাইড বই-নোট বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করবেন না : শিক্ষামন্ত্রী

Rate this post

গাইড বই-নোট বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য না করতে শিক্ষকদের প্রতি আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে, শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

২৩ ফেব্রুয়ারি ২০২০ (রবিবার) সকালে সিলেটের ওসমানীনগরে ‘প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের’ আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে করে শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ-৫ পাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরী। তোমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। 

তিনি আরো বলেন, প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়  প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। বেকারত্ব কমাতে ২০২১ সাল থেকে প্রতিটি স্কুলে কারিগরি শিক্ষা কার্যক্রম চালু করা হবে। প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ করা হবে। এ পর্যন্ত সারাদেশে ৬৪টি টেকনিক্যাল স্কুল  ও কলেজ করা হয়েছে। আরো ১০০টি নির্মাণাধীন রয়েছে। এছাড়া ৩২৯টি নির্মানের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.