ঘূর্ণিঝড়ের নামকরণ সিত্রাং হওয়ার কারণ কি? এমন প্রশ্ন অনেকের। জানা গিয়েছে, ট্রপিকাল সাইক্লোনের আনুষ্ঠানিক নামকরণের তালিকায় এবার পালা পড়েছিল থাইল্যান্ডের। সেই দেশ ঘূর্ণিঝড়ের নাম রেখেছে সিত্রাং (Cyclore sitrang)। ভিয়েতনামিজ ভাষায় এর অর্থ ‘পাতা’।
তথ্য বলছে, সাইক্লোনের নামকরণের প্রথা চালু হয় অ্যাটল্যান্টিক মহাসাগরে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় থেকে। যেসব ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল ছাড়িয়ে যেত, তাদের জন্যই বিশেষ নাম বরাদ্দ করা হত। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ৭৪ মাইল ছাড়িয়ে গেলে হারিকেন, সাইক্লোন, বা টাইফুন হিসেবে ভাগ করা হয় ঝড়গুলিকে। বর্তমান যুগে এই তিনটির একটি হলে তবেই কোনও ঝড়কে একটি বিশেষ নাম দেওয়া হয়। যার দায়িত্ব পড়ে একাধিক দেশের উপর।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং । এই ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর ২০২২ (মঙ্গলবার) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যদিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে রোববারই (২৩ অক্টোবর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাং আরো শক্তি সঞ্চয় করে এটি ২৪ অক্টোবর ২০২২ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং (sitrang cyclone) নামে।
মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যদিয়ে এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
২৩ অক্টোবর ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত (পুন:) এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের নাম | সাল | নামকরণকারী দেশ |
---|---|---|
অগ্নি | 2004 | ভারত |
বায়ু | 2019 | |
সাগর | 2018 | |
মেঘ | 2015 | |
আকাশ | 2007 | |
জল | 2010 | |
বিজলী | 2009 | |
লেহার | 2013 | |
গতি | 2020 | |
নীলোফার | 2014 | পাকিস্থান |
নার্গিস | 2008 | |
তিতলি | 2018 | |
লায়লা | 2010 | |
বুলবুল | 2019 | |
ফানুস | 2005 | |
ভরদহ | 2016 | |
নীলম | 2012 | |
ফণী | 2019 | বাংলাদেশ |
অনিল | 2004 | |
নিশা | 2018 | |
গিরি | 2010 | |
অক্ষি | 2017 | |
হেলেন | 2013 | |
চপলা | 2015 | |
নিগস | 2020 | |
হুদহুদ | 2014 | ওমান |
ইয়াস | 2021 | |
বাজ | 2005 | |
ওয়ার্ড | 2010 | |
মুরজান | 2012 | |
মহা | 2019 | |
লুবান | 2018 | |
নাদা | 2016 | |
সিডর | 2007 | |
অশনি | 2022 | শ্রীলংকা |
গাজা | 2018 | |
রেশমি | 2008 | |
মালা | 2006 | |
পবন | 2019 | |
অশীরি | ___ | |
জিগাম | ___ | |
মারুথা | 2017 | |
মহাসেন | 2013 | |
বান্দু | 2010 | |
আসোবা | ___ | |
প্রিয়া | ___ | |
আমফান | 2020 | থাইল্যান্ড |
মোরা | 2017 | |
ফাইলিন | 2013 | |
মুকদা | 2006 | |
খাইমুক | 2008 | |
পেটাই | 2018 | |
কোমেন | 2015 | |
রোয়ানু | 2016 | |
পিয়ার | ___ | মায়ানমার |
ফিয়ান | 2009 | |
ইয়েমেন | 2007 | |
থানে | 2011 | |
কিয়ান্ট | 2016 | |
কিয়ার | 2019 | |
ডায়ে | 2018 | |
নানৌক | 2014 | |
টাইকটে | 2021 | |
জাওয়াদ | 2021 | সৌদি আরব |
আইলা | 2009 | মালদ্বীপ |
গনু | 2007 | |
কিইলা | ___ | |
হিবারু | 2018 | |
মাদি | 2013 | |
মেকুনু | 2018 | |
হিকা | 2019 |