শিক্ষা বার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০২২ প্রকাশিত হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে এক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ২০২২ সালের সেরা কলেজের নাম ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কলেজ র‌্যাংকিং ২০১৮ সালের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী।

সেরা কলেজ তালিকা

সেরা ৫ সরকারি কলেজ

  • ১. রাজশাজী কলেজ
  • ২. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
  • ৩. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
  • ৪. আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • ৫. কারমাইকেল কলেজ, রংপুর

সেরা বেসরকারি কলেজ

  • ঢাকা কমার্স কলেজ।

সেরা মহিলা কলেজ

  • লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা।

২০২২ সালে জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০২২ যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরমেন্স-এর ভিত্তিতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের কলেজ র‌্যাংকিং ফলাফল প্রকাশ করা হয়। ২০১৮ সালের কলেজ র‌্যাংকিং-এর জন্য অনলাইনে তথ্য প্রেরণের আহবান জানিয়ে ৩ মার্চ ২০১৯ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। নির্ধারিত KPI পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ০৪টি, সিলেট অঞ্চলে ০৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলে ০৮টি সর্বমোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

কোভিড-১৯ এর কারণে গত দুইবছর কলেজ র‌্যাংকিং ঘোষণার কার্যক্রম স্থগিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এটির কার্যক্রম ফের চালু হয়। ২০১৮ সালের কলেজ র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ কলেজের মধ্যে প্রথম হয়েছে রাজশাজী কলেজ। এরপর পর্যায়ক্রমে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ। জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ নির্বাচিত হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দক্ষ জনশক্তি গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আমরা আশা রাখছি, অচিরেই বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে দেশের মানচিত্রসম এই বিদ্যাপীঠ।

৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ র‌্যাংকিং এর ফলাফল ঘোষণা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। এক প্রশ্নের জবাবে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘অবাধ তথ্য প্রবাহের সকল দ্বার উন্মুক্ত রয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সমালোচনা করবেন। সত্য তথ্য তুলে ধরবেন-সেটিকে আমরা সাদরে গ্রহণ করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলে মিলে একসঙ্গে কাজ করবো।’

দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘যে জাতিরাষ্ট্র রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই রাষ্ট্র কখনো শ্রীলঙ্কা হতে পারে না। স্বাধীনতার পরে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ হত্যার যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ ৯০ এর আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে তার মধ্য দিয়ে এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে।

গণতন্ত্র এবং অংশগ্রহণের শক্তি এটি। আমি মনে করি মানুষের সমাজের এই যে রাষ্ট্র তার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির যে বিকাশ অব্যাহত রয়েছে সেই শক্তিকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এক নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও শাণিত হবে। ‘

সভার শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের কলেজ র‌্যাংকিং এর ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ঘোষণার কেপিআই নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর।

কোভিড-১৯ এর কারণে গত দুইবছর কলেজ র‌্যাংকিং ঘোষণার কার্যক্রম স্থগিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এটির কার্যক্রম ফের চালু হয়। ২০১৮ সালের কলেজ র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ কলেজের মধ্যে প্রথম হয়েছে রাজশাজী কলেজ। এরপর পর্যায়ক্রমে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ। জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ নির্বাচিত হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

National university college ranking 2022 – Best college is rajshahi college
এডু ডেইলি ২৪